ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

বাড়ল তেলের দাম

সম্প্রতি করোনাভাইরাস সংকটে তেলের চাহিদা কমে যাওয়ায় ওপেকের প্রস্তাবে উৎপাদন কমাতে একমত প্রকাশ করেছে রাশিয়া। বৃহস্পতিবার ঘোষণা দেয়ার পরের দিন থেকেই বাড়তে শুরু করেছে তেলের দাম।

শুক্রবার প্রতি ব্যারেলে ৩৪ সেন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫৫ দশমিক ২৭ মার্কিন। কিন্তু বৃহস্পতিবার ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ০.৬ শতাংশ কমে গিয়েছিল। শুক্রবার ০.৫ শতাংশ বেড়ে বিক্রি হচ্ছে ৫১ দশমিক ২৩ ডলারে। যুক্তরাষ্ট্রের ডব্লিউটিআই ক্রুড অয়েলের দামও বেড়েছে।

বিশ্বের প্রায় ৪০ শতাংশ তেল উৎপাদনকারী ওপেক প্লাসভুক্ত দেশগুলো শিগগিরই পাঁচ লাখ ব্যারেল উৎপাদন কমাতে রাজি হয়েছে।

চীনে করোনাভাইরাস ছড়ানোর পর বিশ্বে তেলের দাম কমে গেছে প্রায় পাঁচ শতাংশ। জানা যায়, চীনে তেলের বাজারে করোনাভাইরাসের প্রভাব এখনও বেশি। ইতোমধ্যে সৌদি আরব থেকে তেল আমদানি কমিয়ে দিয়েছে চীন।

ধারণা করা হচ্ছে, বিভিন্ন শহরে ভ্রমণ নিষেধাজ্ঞা চলায় শিগগিরই চীনে তেলের চাহিদা অন্তত ২০ শতাংশ কমে যাবে। জানা যায়, এই ২০ শতাংশ কমার পরিমাণ দাঁড়াবে প্রতিদিন প্রায় ৩০ লাখ ব্যারেল।

আনন্দবাজার/ টি এস পি 

সংবাদটি শেয়ার করুন