ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

পুঁজিবাজারে দরপতন

আবারও পুঁজিবাজারে দরপতন।সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দরপতনের দিয়েই শেষ হয়েছে পুঁজিবাজারের লেনদেন।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) দ্বন্দ্বের ব্যাপার প্রকাশ্যে আসায় বিনিয়োগকারীরা শঙ্কা রয়েছেন বলে মনে করছেন খাতসংশ্লিষ্টরা।এতে বিদায়ী সপ্তাহের প্রথম দুদিন সূচক বৃদ্ধির পর শেষ তিন কার্যদিবস দরপতন হয়েছে।

দিন শেষে ডিএসইর প্রধান সূচক আগের দিনের চেয়ে ১২ দশমিক ৯৩ পয়েন্ট কমে ৪ হাজার ৪৫২পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হয়েছে ৩৭৬ কোটি ৫৫ লাখ ৫১ হাজার টাকা। এর আগের দিন লেনেদেন হয়েছিলো ৪২০ কোটি টাকা।

অন্যদিকে ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৪৩টির, কমেছে ১৫১টির আর অপরিবর্তিত রয়েছে ৬১টি কোম্পানির শেয়ার।

অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের ( সিএসই) প্রধান সূচক ৩৭ পয়েন্ট কমে ১৩ হাজার ৫৪২ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইতে লেনদেন হয়েছে ১৪ কোটি ১ লাখ টাকা। লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১০০ টির, কমেছে ১০১টির এবং অপরিবর্তিত আছে ৩৬টির কোম্পানির শেয়ারের দাম।

আনন্দবাজার/এফআইবি

সংবাদটি শেয়ার করুন