ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

বিনামূল্যে ২৩ কোটি টাকার সার ও বীজ পাচ্ছেন ৩ লাখ কৃষক

সম্প্রতি আউশ ও পেঁয়াজ উৎপাদন বৃদ্ধির জন্য সরকার বিনা পয়সায় সার ও বীজ বিতরণের সিদ্ধান্ত নিয়েছে। এই কারনে কৃষি মন্ত্রণালয় ২৩ কোটি ৪৬ লাখ ৯৩ হাজার ৬৫০ টাকার বরাদ্দ দিয়েছে। গত বুধবার কৃষি প্রণোদনা কর্মসূচির মাধ্যমে এই অর্থ ছাড় ও অগ্রিম উত্তোলন সংক্রান্ত আদেশ দেওয়া হয়।

২০১৯-২০ অর্থবছরে কৃষি প্রণোদনা বাদে কর্মসূচি খরিপ-১/২০২০-২১এর আওতায় দুই লাখ ৭৪ হাজার ১৬৯ বিঘা জমিতে উফশী আউশ উৎপন্নের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এই পরিমাণ আউশ উৎপাদনে বীজ লাগবে ১৩৭০ দশমিক ৮৪৫ মেট্রিক টন এবং মোট সার লাগবে (ডিএপি ও এমওপি) আট হাজার ২২৫ দশমিক ০৭০ মেট্রিক টন। এ ছাড়ও  এবার ২২৫ বিঘায়  গ্রীষ্মকালীন পেঁয়াজ উৎপন্নের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এই কারনে ০.৩০০ মেট্রিক টন বীজ এবং মোট সার লাগবে (ডিএপি ও এমওপি) ৩০ মেট্রিক টন।

আউশে দুই লাখ ৭৪ হাজার ১৬৯ জন ও পেঁয়াজে এক হাজার ৫০০ জনসহ মোট উপকারভোগীর সংখ্যা দুই লাখ ৭৫ হাজার ৬৬৯ জন। এই পরিমাণ আউশ ও পেঁয়াজ উৎপাদনের লক্ষ্যে মোট ২৩ কোটি ৪৬ লাখ ৯৩ হাজার ৬৫০ টাকা ব্যয় ধরা হয়েছে।

আরও পড়ুন : সরকারি ৬ ব্যাংকে জিএম পদের অচলবস্থা

কৃষি মন্ত্রণালয়ের আদেশে জানানো হয়েছে,  উফশী আউশ এবং পেঁয়াজ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিনা পয়সায় বীজ ও রাসায়নিক সার (ডিএপি ও এমওপি) সরবরাহ/প্রদান করার নিমিত্ত কৃষি প্রণোদনা কার্যক্রম বাস্তবায়ন নীতিমালা/পদ্ধতিতে নির্ধারিত খাত ব্যতীত অন্য কোনো খাতে এ অর্থ ব্যয় করা যাবে না বলে আদেশ করা হয়েছে।

আনন্দবাজার/ এইচ এস কে

 

সংবাদটি শেয়ার করুন