ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

বাদুড় থেকে ছড়িয়েছে করোনাভাইরাস

বাদুড় থেকেই চীনে করোনাভাইরাস ছড়িয়েছে বলে এমন তথ্য উঠে এসেছে ব্রিটিশ জার্নাল ন্যাচারে প্রকাশিত একটি গবেষণায়। কিন্তু এবারের চীনে করোনাভাইরাসের মূল উৎস এখনো আনুষ্ঠানিকভাবে কিছু বলা হয়নি।

যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম দ্য ডেইলি স্টারের প্রতিবেদনে জনানো হয়েছে, গবেষকরা চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান শহরের করোনায় আক্রান্ত ৭ জন রোগীর ওপর পরীক্ষা চালায়। যাদের মধ্যে ৬ জনই সামুদ্রিক খাবার বিক্রির সাথে সংশ্লিষ্ট ছিল বলে জানা গেছে।

গবেষণায় বলা হয়ছে, আক্রান্তদের শরীরের করোনাভাইরাস প্রায় ৯৬ শতাংশ বাদুড়ের করোনাভাইরাসের সঙ্গে মিলে পাওয়া গেছে। এদিকে চীনে বাদুড় স্যুপ খাওয়ার একটি ছবি সম্প্রতি বিশ্ব জুড়ে বেশ ভাইরাল হয়েছে, যা এই গবেষণাকে সমর্থন করেছেন।

গেল বছরের ২৬ ডিসেম্বর উহান শহরের একটি হাসপাতালে করোনাভাইরাস নিয়ে ভর্তি হওয়া একজন রোগীর ওপর আরেকটি গবেষণা চালিয়ে দেখা গেছে বাদুড়ের সঙ্গে তার ভাইরাসের ৮৯ শতাংশ মিল আছে এবং আক্রান্ত এই ব্যক্তিও স্থানীয় একটি সামুদ্রিক খাবারের দোকানে কাজ করতেন।

তবে শুধুমাত্র যে বাদুড়কে করোনাভাইরাসের জন্য দায়ী করতে চাচ্ছেন না অনেক বিজ্ঞানী। চীনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৪২৫ জন মারা গেছেন। এছাড়ও প্রাণঘাতি এই ভাইরাসে এখন পর্যন্ত চীনে ২০ হাজার ৪ শত ৩৮ জন আক্রান্ত হয়েছে।

আনন্দবাজার/এম.কে

সংবাদটি শেয়ার করুন