ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

করোনার প্রভাবে দাড়াতে পাড়ছেনা চীনা শেয়ারবাজার

সাংহাই কম্পোজিট বাজারে প্রধান সূচক প্রায় ৮ শতাংশ কমে গেছে। গত সোমবার এই সুচক কমে গত চার বছরের ভেতর এটা সামগ্রিক বাজার পরিধি কমার শীর্ষ রেকর্ড গড়ে।

তবে সম্প্রিত করোনা ভাইরাসের কারণে দেশটির শেয়ারবাজারে নতুন চান্দ্রবর্ষের ছুটির পর প্রথম কর্মদিবসেই সূচকে বড় ধস নেমে এসেছে। সাংহাই কম্পোজিট বাজারে গত চার বছরের ভেতর প্রধান সূচক প্রায় ৮ শতাংশ বাজার পরিধি কমার শীর্ষ রেকর্ড। এমনকি যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য সংঘাতের মধ্যেও তদের এতো বড় পতন দেখা যায়নি।

বাজার পতনের অনুমান প্রায় অনেক বিশেষজ্ঞই করেছিলেন। তবে চীনা কেন্দ্রীয় ব্যাংক পিবিওসি এই শঙ্কা করেই চলতি সপ্তাহে বাড়তি ২১ হাজার কোটি ডলারের তারল্য সঞ্চালনের উদ্যোগ নিয়েছিল। কিন্তু এরপরেও বিনিয়োগকারীদের বিশ্বস্ততা ধরে রাখা সম্ভব হয়নি।

আরও পড়ুন : লাফিয়ে বাড়ছে গুঁড়ো দুধের দাম

তবে চীনে এমন সময় করোনা ভাইরাসের মহামারি আকারে সংক্রমণ ছড়িয়ে পড়ায় যখন বিশ্বের দ্বিতীয় অর্থনীতিটি শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য সংঘাতের পরিপ্রেক্ষিতে আগের তুলনায় অনেকটা দুর্বল। গত বছর এই প্রেক্ষিতেই চীনের জিডিপি প্রবৃদ্ধি তিন দশক পর প্রথম ৬ দশমিক ১ শতাংশ কমে আসে। তারপরেই আবির্ভাব হয় করোনা ভাইরাসের । এসব পরিস্থিতির কোনটাই বিনিয়োগকারীদের ভরসা অর্জনে সহায়ক পরিবেশ তৈরির জন্য উপযুক্ত নয়।

আনন্দবাজার/ এইচ এস কে

 

সংবাদটি শেয়ার করুন