ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

পূর্বাচলে হবে আগামী বছরের বাণিজ্য মেলা : বাণিজ্য মন্ত্রী

সোমবার জাতীয় বাণিজ্য মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। সেখানে তিনি বলেন, শেরেবাংলা নগর যানজটপূর্ণ এলাকা হওয়ায় আগামী বছর থেকে বাণিজ্য মেলা হবে রাজধানী ঢাকার পূর্বাচলে।

বাণিজ্যমন্ত্রী তার বক্তব্যে বলেন, এই বছর বাণিজ্য মেলা থেকে আমরা অনেক ভালো ফল পেয়েছি। স্বতঃস্ফূর্তভাবে ব্যবসা করতে পেরেছেন ব্যবসায়ীরা। শুরু থেকেই ক্রেতা এবং দর্শনার্থীদের ভিড় ছিল মেলায়। তবে বর্তমান মেলার এলাকাটি বেশি যানজট পূর্ণ হওয়ায় সামনের বছর থেকে বাণিজ্য মেলা পূর্বাচলে হবে।

তিনি আরও বলেন, বাংলাদেশ এখন বিদেশিদের কাছে বিস্ময়। এখন বাংলাদেশে ব্যবসা করছে বিদেশিরা। বাণিজ্য মেলায় বিদেশিদের ৫০টি স্টল আছে। এখন আমরা উন্নত রাষ্ট্রে পরিণত হচ্ছি। ২০২১ সালের মধ্যে বাংলাদেশ একটি মধ্যম আয়ের দেশ হিসেবে পরিচিতি পাবে। ২০৪১ সালে বাংলাদেশ উন্নত রাষ্ট্রে পরিণত হবে।

আনন্দবাজার/এস.কে

সংবাদটি শেয়ার করুন