শুক্রবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

শেয়ারহোল্ডারদের লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নিটল ইন্স্যুরেন্স

সম্প্রতি শেয়ারবাজারে সাধারণ বীমা খাতের কোম্পানি নিটল ইন্স্যুরেন্স সিদ্ধান্ত নিয়েছে পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের লভ্যাংশ দেয়ার। তারা শেয়ারহোল্ডারদের নগদ ১৫ শতাংশ  দিবে। প্রতিটি শেয়ারের বিপরীতে তাদেরকে লভ্যাংশ হিসেবে ১ টাকা ৫০ পয়সা করে দেওয়া হবে।

২০১৯ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত বছরের আর্থিক প্রতিবেদন দেখেলভ্যাংশ দেয়ার এই সিদ্ধান্ত নেন কোম্পানি। আজ বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে এ তথ্য দেওয়া হয়।

আরও পড়ুন : করোনাভাইরাসের প্রভাবে ব্যাহত আমদানি-রপ্তানি

তবে বড় লভ্যাংশ পেলেও শেয়ারহোল্ডাররা কোম্পানির মুনাফার অর্ধেকের বেশি থেকে বঞ্চিত হচ্ছেন । কারণ, কোম্পানির মোট মুনাফা হয়েছে ১২ কোটি ৯৪ লাখ টাকা। এই মুনাফা থেকে  লভ্যাংশ হিসেবে ৬ কোটি ৩ লাখ টাকা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে কোম্পানি। অর্থাৎ লভ্যাংশ হিসেবে মুনাফার অর্ধেকের কম শতাংশ দেয়া হচ্ছে শেয়ারহোল্ডারদের।

আনন্দবাজার/এইচ এস কে 

আরও পড়ুনঃ  ৯% সুদহারে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের মুনাফায় টান পড়বে

সংবাদটি শেয়ার করুন