চীনে করোনা ভাইরাসের আক্রমন দিন দিন বেড়েই চলেছে। চীন ছাড়ও আরও কয়েকটি দেশে এই ভাইরাস ছড়িয়ে পড়েছে। তবে এই ভাইরাসের প্রতিষেধক টিকা উদ্ভাবন করার প্রস্তুতি চলছে। সম্প্রতি জানা গেছে, চীনে এই ভাইরাসে আক্রান্তদের তেমন কোন টিকা বা ঔষধ না থাকায় এইচআইভির চিকিৎসায় ব্যবহৃত করা ঔষধ ব্যাবহার করার পরিকল্পনা চলছে।
এই ব্যাপারে ন্যাশনাল হেলথ কমিশনের (এনএইচসি) বেইজিং শাখা জানিয়েছেন, চিকিৎসার জন্য এইচআইভি প্রতিরোধে লোপিনাভাইর ও রিটোনাভাইর ব্যবহারের পরিকল্পনা করা হয়েছে। ভাইরাসটির আক্রমন কমাতে এখন পর্যন্ত কোনো অ্যান্টি-ভাইরাল ঔষধ না থাকায় আক্রান্তদের দিনে দুইবার দুটি লোপিনাভাইর ও রিটোনাভাইর ট্যাবলেট ও দিনে দুইবার এক ডোজ আলফা-ইন্টারফেরন নেবুলাইজারের মাধ্যমে দিতে বলা হয়েছে।
আরও পড়ুন : বঙ্গবন্ধুর ‘আমার দেখা নয়াচীন’ আসছে বইমেলায়
মেডিক্যাল জার্নাল ল্যানসেট গত শুক্রবার জানিয়েছেন এই ভাইরাসের চিকিৎসায় লোপিনাভাইর এবং রিটোনাভাইর ওষুধের সক্ষমতা পরীক্ষা করার জন্য ক্লিনিক্যাল টেস্ট চলছে। তবে
এই ভাইরাসে আক্রান্তদের দেখতে গিয়ে বেইজিংয়ের পিকিং ইউনিভার্সিটি ফাস্ট হসপিটালের শ্বসন বিশেষজ্ঞ ওয়াং গুয়াংফা নিজেই আক্রান্ত হয়ে গিয়েছিলেন। এই ব্যাপারে তিনি জানান, আক্রান্ত হওয়ার পর তার চিকিৎসক তাকে এই ভাইরাসের চিকিৎসায় এইচআইভির ওষুধ গ্রহণ করার কথা বলেন এবং তার ওপর প্রয়োগও করেন।
আনন্দবাজার/এইচ এস কে