মেঘনা নদীতে বেশ কয়েকদিন যাব ঝাঁকে ঝাঁকে ধরা পড়ছে ইলিশ মাছ। অসময়ে ইলিশ ধরা পড়ায় লক্ষ্মীপুরের জেলেরা মহাখুশি। এ কারণে বাজারের ইলিশের দাম আগের চেয়ে কমেছে। এখন এক হালি ৫০০ থেকে ৬০০ গ্রামের ইলিশ হাজার টাকায় বিক্রি হচ্ছে। সপ্তাহ খানেই আগেই এ মাপের এক হালি ইলিশের দাম দ্বিগুণ ছিল বলে জানিয়েছেন স্থানীয় লোকজন।
জেলা মৎস্য কর্মকর্তা বিল্লাল হোসেন বলেন, গত চার দিনে আড়াই শ মেট্রিক টন ইলিশ মাছ ধরা পড়েছে বলে ধারণা করা হচ্ছে । কিন্তু চূড়ান্ত হিসাব করতে আরও কয়েক দিন সময় লাগবে।
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার হাজির হাটবাজারের মাছের আড়তের ব্যবসায়ী মিজানুর রহমান জানান, আড়তে (মাছ বেচাকেনার জায়গা) আগে প্রতিদিন ১৫০ থেকে ২০০ কেজি ইলিশ বিক্রি হতো। কিন্তু গত রবিবার থেকে আজ বুধবার পর্যন্ত প্রায় দুই টন করে ইলিশ বিক্রি হচ্ছে। দামও আগের চেয়ে একটু কম। এতে ক্রেতা-বিক্রেতারা খুশি।
লক্ষ্মীপুর সদর উপজেলার মেঘনা নদী এলাকার মজু চৌধুরীর ঘাটের ব্যবসায়ী মাছ ব্যবসায়ী মো. জহির মিয়া জানান, আজ প্রায় ৫০০ থেকে ৬০০ গ্রাম ওজনের ইলিশ মাছের হালি এক হাজার টাকা দিয়ে কিনেছেন। অথচ এ মাছগুলো আগে দুই হাজার টাকা ছিল। আর এক কেজির ইলিশের প্রতি কেজি ৬০০ থেকে ৬৫০ টাকা।
আনন্দবাজার/এফআইবি