শুক্রবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

বৃষ্টিতে ফাঁকা বাণিজ্য মেলা

২৫তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা প্রায় শেষের দিকে। দর্শনার্থী ও ক্রেতাদের ভিড় থাকে এ সময়। প্যাভিলিয়ন ও স্টল গুলোতে বাড়ে বেচাকেনা। তবে আজ সকাল থেকেই রাজধানীতে ঘন কুয়াশা পড়তে থাকে।  গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয় বেলা পড়ার পর থেকে। বাণিজ্য মেলায় যার প্রভাব পড়েছে। মেলার ২৮তম দিনে দর্শনার্থী ও ক্রেতার তেমন ভিড় নেই।

মেলা শেষের দিকে হলেও বৃষ্টির কারণে তেমন ভিড় নেই ক্রেতা ও দর্শনার্থীদের। টিকিট কাউন্টারগুলো লাইন শূন্য হয়ে পড়ে আছে। দর্শনার্থীদের তেমন কোন আনাগোনা নেই মেলার ভেতরেও।

ব্যবসায়ীরা জানায়, গুঁড়ি গুঁড়ি বৃষ্টি বেচা-কেনায় ব্যাপক প্রভাব ফেলবে। বিক্রেতারা অলস সময় পার করছেন।

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা-২০২০ শুরু হয়েছে ১ জানুয়ারি। আগামী ৪ ফেব্রুয়ারি পর্যন্ত মেলার মেয়াদ বাড়ানো হয়েছে। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন  নির্বাচনের জন্য আগামী ৩১ জানুয়ারি ও ১ ফেব্রুয়ারি বন্ধ থাকবে মেলা।

আনন্দবাজার/এস.কে

আরও পড়ুনঃ  নীরবে কাজ করে যাচ্ছে সালমা আদিল ফাউন্ডেশন

সংবাদটি শেয়ার করুন