শুক্রবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

গ্রামীণফোনের মুনাফা সাড়ে ৩ হাজার কোটি টাকা

বিগত বছরে দেশের সর্ববৃহৎ মোবাইল অপারেটর গ্রামীণফোন তিন হাজার ৪৫০ কোটি টাকা মুনাফা করেছে। মঙ্গলবার ২০১৯ সালের আর্থিক প্রতিবেদন প্রকাশ করে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় গ্রামীণফোন।

গেল বছরে ১৪ হাজার ৩৭০ কোটি টাকা রাজস্ব আয় হয়েছে, যা আগের বছরের তুলনায় ৮ দশমিক ১ শতাংশ বেশি। এই বছরের শেষ প্রান্তিকে মোট রাজস্ব দাঁড়িয়েছে ৩ হাজার ৬২০ কোটি টাকা, যা আগের বছর একই সময়ের তুলনায় ৪ দশমিক ২ শতাংশ বেশি। ২০১৯ সালে কর পরবর্তী মুনাফা হয়েছে ৩ হাজার ৪৫০ কোটি টাকা। এ বছর ইন্টারনেট সেবা খাত থেকে আয় বেড়েছে ১৭ শতাংশ এবং ভয়েস থেকে আয় বেড়েছে ৮ দশমিক ৫ শতাংশ ।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত বছরের চতুর্থ প্রান্তিকে সাত লাখ নতুন গ্রাহক গ্রামীণফোন নেটওয়ার্কে যোগ দিয়েছে। ২০১৯ সাল শেষে আগের বছররে তুলনায় ৫ দশমিক ১ শতাংশ প্রবৃদ্ধি নিয়ে মোট গ্রাহক দাঁড়িয়েছে ৭ কোটি ৬৫ লাখ। মোট গ্রাহকের মধ্যে ৪ কোটি ৬ লাখ বা ৫৩ দশমিক ১ শতাংশ গ্রামীণফোনের ইন্টারনেট সেবা ব্যবহার করছেন।

গ্রামীণফোন ২০১৯ সালে কর, ভ্যাট, ফোর-জি লাইসেন্স ফি, স্পেকটার্ম অ্যাসাইনমেন্ট ফি, ডিউটি ও ফিস বাবদ সরকারি কোষাগারে আট হাজার ৫১০ কোটি টাকা দিয়েছে, যা মোট আয়ের ৫৯ দশমিক ২ শতাংশ।

আনন্দবাজার/জায়েদ

আরও পড়ুনঃ  বেসিস সফট এক্সপো’তে তৃতীয় দিনেও দর্শনার্থীদের ভিড়

সংবাদটি শেয়ার করুন