ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

সম্পদ বিক্রির চুক্তি করতে পারবে না তালিকাভুক্ত কোম্পানি

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) সূত্রে জানা যায়, পুঁজিবাজারের তালিকাভুক্ত ইস্যুয়ার কোম্পানির শেয়ার হোল্ডারদের অনুমোদন ব্যতীত ৫০ শতাংশ বা অর্ধেকের বেশি সম্পদ বিক্রির চুক্তি করতে পারবে না ঐ কোম্পানি।

এ সিদ্ধান্তটি গতকাল মঙ্গলবার বিএসইসির ৭১৬তম কমিশন সভায় নেওয়া হয়েছে। জানা যায়, বিএসইসির একটি নোটিফিকেশন সংশোধনের সিদ্ধান্ত গ্রহণ করেছে। ঐ নোটিফিকেশনে নিম্নরূপ সংযোজন উল্লেখযোগ্য।

উক্ত কোম্পানির পূর্ববর্তী নিরীক্ষিত হিসাবে মোট স্থাবর সম্পত্তির অর্ধেকের বেশি সম্পদ বিক্রির চুক্তিতে আবদ্ধ হতে পারবে না কোন তালিকাভুক্ত ইস্যুয়ার কোম্পানির শেয়ারহোল্ডারদের সাধারণ সভায় অনুমোদন ব্যতীত। এবং উক্ত বিক্রয়সীমা প্রথম লেনদেনের তারিখ থেকে পরবর্তী এক বছরের মধ্যে একক বা যৌথভাবে লেনদেনের মাধ্যমে অতিক্রম করবে না।

আনন্দবাজার/ টি এস পি  

সংবাদটি শেয়ার করুন