ইরাকে কয়েক দশকের মধ্যে দেখা যায়নি এত বড় যুক্তরাষ্ট্র বিরোধী বিক্ষোভ। দেশটির রাজধানী বাগদাদের অধিবাসীর সঙ্গে যুক্ত হয়ে বিভিন্ন প্রদেশের শিয়া, সুন্নি, কুর্দিসহ আরব গোত্রগুলো এই মহাবিক্ষোভে অংশ গ্রহন করেছে।
বাগদাদের তাহরির স্কোয়ার ও মার্কিন দূতাবাসের সামনে বিক্ষোভ ও সমাবেশ করছেন বিক্ষোভকারীরা। আমেরিকা ধ্বংস হোক, ইসরাইল ধ্বংস হোক বলে শ্লোগান দিচ্ছেন বিক্ষোভকারীরা।
দেখা যাচ্ছে বেশিরভাগের বিক্ষোভকারীদের হাতেই রয়েছে আল্লাহু আকবর খচিত ইরাকের জাতীয় পতাকা এবং বড় বড় ব্যানারে লেখা রয়েছে যুক্তরাষ্ট্র বিরোধী শ্লোগান।
ইরাকের প্রধান প্রধান গোত্র-প্রধানরা আজকের এই গণ-বিক্ষোভের ডাক দিয়েছেন। ইরাকের শিয়া ও সুন্নি ধর্মীয় নেতৃবৃন্দসহ প্রধান রাজনৈতিক দলগুলো তাতে সমর্থন দিয়েছেন।
বিশ্লেষকরা বলছেন, বাগদাদের এই মহাবিক্ষোভে মার্কিন সরকার ও তার আঞ্চলিক মিত্রদের জন্য বড় ধরনের রাজনৈতিক পরাজয় ও মার্কিনিদের প্রতি ইরাকিদের পদাঘাতের সমতুল্য বলে মনে করা হচ্ছে।এদিকে মার্কিন টেলিভিশন সিএনএনে এই মহাবিক্ষোভকে মার্কিন সরকারের জন্য দুঃস্বপ্ন বলে উল্লেখ করেছে।
আনন্দবাজার/এম.কে