ইলিশের সরবরাহ থাকায় শুধু বরিশাল নগরের পাইকার বাজারে নয় খুচরো বাজারগুলোতে পাওয়া যাচ্ছে ইলিশ। শুধুমাত্র স্থানীয় বাজার নয়, বরিশাল থেকে দেশের বিভিন্ন প্রান্তে এসব ইলিশ পাঠানো হচ্ছে। আমদানি ভালো থাকায় দামও কমে গিয়েছে। এখন ৫শ’ গ্রাম থেকে ১২শ’ গ্রাম পর্যন্ত আকার ভেদে ইলিশ মণপ্রতি ২০ থেকে ৩৬ হাজার টাকা দামে বিক্রি হচ্ছে।
মৎস্য বিভাগের কর্মকর্তারা জানেন, মূলত ইলিশের মৌসুম সেপ্টেম্বর-অক্টোবর এবং জানুয়ারি-ফেব্রুয়ারি। কিন্তু আমাদের দেশে ইলিশের দুটি মৌসুমের মধ্যে জানুয়ারি-ফেব্রুয়ারি মৌসুমটি বিলুপ্ত হয়ে গিয়েছিল। তবে গত কয়েক বছরে সরকারের নানা উদ্যোগের কারণে অভ্যন্তরীণ নদ-নদী ও সাগরে বেড়েছে ইলিশের উৎপাদন। আর সেকারণেই এখন বিলুপ্ত মৌসুমেও দেখা মিলছে ইলিশের।
সাম্প্রতিক বছরগুলোতে মা ইলিশ রক্ষা, জাটকা কারেন্ট জালসহ বিভিন্ন অবৈধ জাল ব্যবহারে নিষেধাজ্ঞা থাকা এবং নানামুখী অভিযানের কারণে বেড়েছে ইলিশের উৎপাদন। আর একই সঙ্গে ফিরে এসেছে প্রায় ২০ বছর আগের জানুয়ারি-ফেব্রুয়ারির ইলিশের মৌসুম।
আনন্দবাজার/ টি এস পি