সোমবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

দুই স্টক এক্সচেঞ্জেই নতুন এমডি

বহুদিন ধরে ভারপ্রাপ্ত এমডি দিয়েই কার্যক্রম চলছিল ঢাকা এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের। অবশেষে এক্সচেঞ্জ দুটির এমডি পদে নতুন নিয়োগ অনুমোদন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

গত বুধবার (২২ জানুয়ারি) বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক ড. এম খায়রুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত ৭১৫তম কমিশন সভায় ডিএসইর এমডি হিসেবে কাজী ছানাউল হক ও সিএসইর এমডি হিসেবে মামুন-উর-রশিদের নিয়োগ প্রস্তাব অনুমোদন করা হয়েছে।

ডিএসইর নতুন এমডি কাজী ছানাউল হক এখানে আসার আগে ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) নতুন এমডি সর্বশেষ কাজ করেছেন স্ট্যান্ডার্ড ব্যাংকের এমডি হিসেবে।

আনন্দবাজার/তাঅ 

আরও পড়ুনঃ  করোনায় লিবিয়ার সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যু

সংবাদটি শেয়ার করুন