চীনে উৎসব মুখর পরিবেশে চলছে চীনা নতুন বছর বরণের প্রস্তুতি। চীনের এবারের চন্দ্র বছরটি হলো ইদুর বছর, যে বছরকে সৌভাগ্যের প্রতীক হিসেবে বিবেচনা করা হয়ে থাকে। চীনা বর্ষপঞ্জি অনুযায়ী ইঁদুর, বাঘ, ড্রাগন, সাপ, ঘোড়াসহ ১২ টি প্রাণীর নামে বছর ঘুরে ঘুরে আসে।
বলা হয়ে থাকে, নিয়ান নামের এক পৌরাণিক দানব বধের মধ্যদিয়ে চীনা নববর্ষের শুরু হয়েছিল। সেই দানব বছরের প্রথম দিনে বাড়ি বাড়ি গিয়ে হামলা চালাতো। খাদ্য, শস্য এবং আস্ত মানুষ খেয়ে ফেলতো সে।
প্রচলিত ধারনায় লাল রং বেশ ভয় পায় এই দানব। সেই থেকেই অপশক্তিকে প্রতিহত করতে চীনাদের নতুন বছরের সাজসজ্জায় প্রাধান্য পেয়ে আসছে লাল রঙ। বছরের প্রথম দিন জ্বলানো হয় লাল লণ্ঠন আর আতশবাজি।
বর্ষবরণের এই প্রস্তুতি কোথাও চলছে ঐতিহ্য মেনে, আবার কোথাও আধুনিকতার ছোঁয়ায়। এবারের বছর ইদুরের বছর হওয়ায় সব সাজসজ্জা থেকে শুরু করে খাবারের আয়োজনেও রাখা হয়েছে ইদুরের প্রতিকৃতি।
পঞ্জিকা অনুযায়ি চান্দ্র মাসের আট তারিখকে চীনারা নতুন বছর শুরুর দিন হিসেবে বিবেচনা করে। সে অনুযায়ী ২৫ জানুয়ারি চীনাদের নতুন বছরের প্রথম দিন। এরপর নানা আয়োজনে পনেরো দিন ধরে চলবে নতুন বছর বরণের এই উৎসব।
আনন্দবাজার/ডব্লিউ এস