দীর্দেঘদিন ধরেই সংগীতশিল্পী এন্ড্রু কিশোর নন-হজকিন লিম্ফোমা ব্লাড ক্যানসারে আক্রান্ত । তিনি গত বছর ৯ সেপ্টেম্বর উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের যান। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন অবস্থায় আছেন।
চলতি বছরের ফেব্রুয়ারিতে কেমো থেরাপি শেষ করে তার দেশে ফিরে আসার কথা ছিল। কিন্তু হঠাৎ তার অবস্থার অবনতি হলে তার কেমোথেরাপি বন্ধ করে দেওয়া। অবস্থার উন্নতি না হলে কেমোথেরাপি দেওয়া যাবে না বলে জানিয়েছেন চিকিৎসকরা। বর্তমানে তিনি সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের চিকিৎসক লিম সুন থাইয়ের অধীনে তার চিকিৎসাধীন আছেন।
তার ৬টি ধাপে ২৪টি কেমো দেওয়ার কথা জানিয়েছিলেন চিকিৎসক। তার ১৭ টি কেমো এখন পর্যন্ত শেষ হয়েছে। বাকি আছে আরও ৭ টি কেমো। তার ৫ম কেমোর প্রস্তুতি চলছিল। আর এরই মধ্যে তার অবস্থার অবনতি হলে তার কেমোথেরাপি বন্ধ রাখা হয়। এর তাই তার দেশে ফেরা অনিশ্চিত হয়ে পড়েছে।
আনন্দবাজার/এইচ.এস.কে