প্রথম পর্যায়ের বাণিজ্য আলোচনার অংশ হিসেবে আমেরিকা থেকে ২০০ বিলিয়ন ডলারের পণ্য আমদানি করবে চীন। আমেরিকা ও চীনের মধ্যে দীর্ঘদিন ধরে বাণিজ্য আলোচনার ফলাফলস্বরুপ এই চুক্তি বাস্তবে রুপ পেল। বাণিজ্য আলোচনার শুরু থেকেই আমেরিকার দাবি ছিল উভয় দেশের মধ্যে বিদ্যমান বাণিজ্য ঘাটতি কমাতে হবে।
প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকেই চীনের উপর অসম বাণিজ্যিক মনোভাবের জন্য অভিযোগ করে আসছেন।এর অংশ হিসেবে চীনের বিভিন্ন পণ্যের উপর ট্যারিফ বাড়ানোর হুমকি দিয়ে আসছিলেন তিনি।
চীনের অর্থনীত মূলত রপ্তানি বাণিজ্যের উপর নির্ভরশীল। তাই ট্রাম্পের এই “ট্রাম্পকার্ডে” অবশেষে হার মেনে আলোচনায় বসেছে চীন।
আমেরিকার ট্রেজারি সেক্রেটারি স্টিফেন নুচেন বলেছেন, আগামী দুই বছর ধরে চীন আমেরিকা থেকে পর্যায়ক্রমে ২০০ বিলিয়ন ডলারের পণ্য আমদানি করবে। এর মধ্যে বেশিরভাগ থাকবে কৃষিজাত পণ্য।
দুই দেশের মধ্যে গত কয়েকদিন ধরে প্রথম পর্যায়ের আলেচনা চলছে।
সূত্র – টাইমস অব ইন্ডিয়া
আনন্দবাজার/জায়েদ