তামার দামে ধারাবাহিক উত্থান-পতন বজায় আছে আন্তর্জাতিক বাজারে। বিগত এক মাসে ব্যবহারিক ধাতুটির দামে অনেক সময় বড় ওঠা-নামা দেখা গেছে। আবার কখনোবা নিম্নমুখী হয়েছে বাজার অবস্থা। এসময়ের মধ্যে তামার সর্বোচ্চ দাম টনপ্রতি ৬ হাজার ২১০ ডলার পর্যন্ত পৌছেছিল।
গত বছর ১০ ডিসেম্বরে এলএমইতে ভবিষ্যৎ সরবরাহ চুক্তিতে প্রতি টন তামা ৬ হাজার ৫৪ ডলার ৫০ সেন্টে বিক্রি হয়েছিল। এরপর থেকেই বাড়তে থাকে তামার দাম। দাম বৃদ্ধির ধারাবাহিকতায় ১৭ ডিসেম্বর ভবিষ্যৎ সরবরাহ চুক্তিতে তামার দাম গিয়ে দাড়ায় ৬ হাজার ১৭৪ ডলারে।
পরের দিনেই ভবিষ্যৎ সরবরাহ চুক্তিতে প্রতি টন তামার দাম কমে হয়ে যায় ৬ হাজার ১২৬ ডলার। এরপর আবার বাড়তে থাকে তামার দাম। বাড়তে বাড়তে ২৭ ডিসেম্বর ভবিষ্যৎ সরবরাহ চুক্তিতে প্রতি টন তামার দাম ওঠে ৬ হাজার ২১০ ডলারে। গত এক মাসের ধাতুটির সর্বোচ্চ দাম এটিই। কিন্তু বছরের শেষ দিনে বাজার দর আবার কমে গিয়ে দাঁড়ায় টনপ্রতি ৬ হাজার ১৫৫ ডলার ৫০ সেন্টে।
নতুন বছরের প্রথমেই প্রতি টন তামায় ১০ ডলার বেড়ে হয়েছিল ৬ হাজার ১৬৫ ডলার। কিন্তু তার পরের দিনেই ধাতুটির দাম টনপ্রতি ৬ হাজার ৭৫ ডলারে নেমে আসে। এরপর ইরান ইস্যুতে মধ্যপ্রাচ্যের রাজনৈতিক উত্তেজনার জের ধরে আবার উঠতে শুরু করে তামার দাম।
এরপর ৬ জানুয়ারি প্রতি টন তামা বিক্রি হয় ৬ হাজার ৯৭ ডলারে। ৮ জানুয়ারি দাম আরও বেড়ে প্রতি টন তামার দাম হয় ৬ হাজার ১৫৩ ডলার ৫০ সেন্ট। আবার ১০ জানুয়ারি ভবিষ্যৎ সরবরাহ চুক্তিতে প্রতি টন তামা বিক্রি হয় ৬ হাজার ১৫৩ ডলারে।
খাতসংশ্লিষ্টরা মনে করেন, আগামী দিনগুলোতে তামার দামে বিদ্যমান উত্থান-পতন বজায় থাকতে পারে।
আনন্দবাজার/এস.কে