মোবাইল ব্যাংকিং সেবায় দেশের ডাক বিভাগের ডিজিটাল ফিন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’র দৈনিক লেনদেন ১০০ কোটি টাকা ছাড়িয়েছে। শনিবার (১১ জানুয়ারি) ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার তার ফেসবুক অ্যাকাউন্টে এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, ‘আমরা গর্বের সাথে ঘোষণা করছি, ১০ জানুয়ারি ২০২০, জাতির পিতার স্বদেশ প্রত্যাবর্তন দিবসে আমাদের (নগদ) দৈনিক লেনদেন ১০০ কোটি টাকা অতিক্রম করেছে। ২০১৯ সালের ২৬ মার্চ আমরা যাত্রা শুরু করেছিলাম। জয় বাংলা। জয় বঙ্গবন্ধু।’
২০১৯ সালের ২৬ মার্চে ‘নগদ’ বাংলাদেশ সরকারের ডিজিটাল বাংলাদেশ নির্মাণের সহযোগী হিসেবে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে ।
বাংলাদেশ সরকারের ডিজিটাল বাংলাদেশ নির্মাণের সহযোগী হিসেবে ২০১৯ সালের ২৬ মার্চ আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে ‘নগদ’। পথচলা শুরুর মাত্র ১০ মাসের মধ্যে মানুষের ভালোবাসা এবং আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে ডাক বিভাগের ডিজিটাল ফিন্যান্সিয়াল এ সার্ভিস।
মাত্র ১০ মাসের পথচলায় ‘নগদ’র উদ্যোক্তার সংখ্যা ১ লাখ ছাড়িয়েছে। এছাড়া দেশের সবচেয়ে কম ক্যাশ-আউট চার্জ (১৪ টাকা ৫০ পয়সা) এবং প্রতি হাজারে ৫ টাকা ক্যাশব্যাক দিয়ে গ্রাহকদের গ্রহন যোগ্যতা অর্জন করেছে।
আনন্দবাজার/এফআইবি