বছর শুরু হতে না হতেই দাম বাড়ছে নানান রকম পণ্যের। এরমধ্যে বেড়েছে দেশের বাজারের সোনার দাম। কিছুদিন আগেই আশঙ্কা করা হচ্ছিল যে সোনার দাম ৬০ হাজার টাকা ছাড়াতে পারে। আর এ কথাই সত্যি হলো।
রবিবার থেকে প্রতিভরি ২২ ক্যারেট সোনা বিক্রি হবে ৬০ হাজার ৩৬১ টাকায়। শনিবার (৪ জানুয়ারি) সন্ধ্যায় বাংলাদেশ জুয়েলার্স সমিতি এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোনার দামবৃদ্ধির বিষয়টি নিশ্চিত করেছে। আগে এই মানের সোনার ভরির দাম ছিল ৫৯ হাজার ১৯৫ টাকা।
বাংলাদেশ জুয়েলার্স সমিতির সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়াল স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈশ্বিক অস্থিরতার কারণে আন্তর্জাতিক বাজারে ও স্থানীয় বুলিয়ন মার্কেটে সোনার দাম বৃদ্ধি পেয়েছে। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় এনে বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) কার্যনির্বাহী কমিটি ৫ জানুয়ারি থেকে বাংলাদেশের বাজারে সোনার দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।
জুয়েলার্স সমিতির তথ্যানুযায়ী, রবিবার থেকে ২২ ক্যারেট সোনা ৬০ হাজার ৩৬১ টাকা, ২১ ক্যারেট ৫৮ হাজার ২৮ টাকা, ১৮ ক্যারেট ৫৩ হাজার ১৩ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা ৪০ হাজার ২৪১ টাকা ভরিপ্রতি বিক্রি হবে।
আনন্দবাজার/ইউএসএস