তুরস্কের পশ্চিমাঞ্চলীয় প্রদেশ আয়দিনের এক রেস্তোরাঁয় বিস্ফোরণে ৩ শিশুসহ ৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত আরও ৫ জন, যারমধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
শুক্রবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় একটি কাবাবের রেস্তোরাঁয় এই বিস্ফোরণ ঘটে। খবর এবিসি নিউজ।
এক সংবাদ সম্মেলনে আয়দিন প্রদেশের গভর্নর হুসেইন আকসোয়ে বলেন, রেস্তোরাঁর কয়েকজন কর্মী জানান, সন্ধ্যার দিকে রেস্তোরাঁর গ্যাসের টিউব থেকে তারা একধরনের গন্ধ পাচ্ছিলেন এবং তার কিছুক্ষণের মধ্যেই এই বিস্ফোরণ ঘটে।প্রাথমিকভাবে আমরা ধারণা করছি, গ্যাসের টিউবে লিকেজের জেরেই এ দুর্ঘটনা ঘটেছে। প্রাদেশিক প্রশাসন ইতোমধ্যে এই ঘটনার তদন্ত শুরু করেছে বলে তিনি জানান।
আগুন লাগার কিছুক্ষণের মধ্যেই ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে এসে হতাহতদের উদ্ধার ও আগুন নেভানোর কাজ শুরু করেন। তবে রেস্তোরাঁয় বিস্ফোরণ দুর্ঘটনা না কি নাশকতা সেটি এখনও স্পষ্ট নয়।
দেশটির বিচার বিষয়কমন্ত্রী বেকির বোজদাগ এক টুইট বার্তায় জানিয়েছেন, বিস্ফোরণ সংশ্লিষ্টতার অভিযোগে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তবে এ বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানাননি।
আনন্দবাজার/কআ