ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

রেকর্ড পরিমান চা উৎপাদন

বাংলাদেশ এখন চা উৎপাদনে স্বয়ং সম্পূর্ণ। চা শিল্পের ১৭০ বছরের ইতিহাসে এবছর রেকর্ড গড়েছে বাংলাদেশ। চলতি চা মৌসুমে প্রায় ৯ কোটি কেজিরও বেশি চা উৎপাদন হয়েছে। তাই ভারত থেকে অবিলম্বে নিম্নমানের চা আমদানি বন্ধে করবে বলে দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

চা বোর্ড সূত্রে, এর আগে ২০১৬ সালে সর্বোচ্চ ৮ কোটি ৫০ লাখ কেজি চা উৎপাদন হয়ে ছিল। তবে এর পরের বছর  চা উৎপাদন কমে ৭ কোটি ৮০ লাখ কেজিতে দাঁড়ায়। ২০১৮ সালে  ৮ কোটি ২০ লাখ কেজি উৎপাদন হয়ে ছিল।

কিন্তু চলতি বছর অতীতের সব রেকর্ড ভঙ্গ করে চা উৎপাদের এই নতুন রেকর্ড হওয়ায় এই শিল্পের অনেক শঙ্কা কেটে যাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তাদের দাবি, চা উৎপাদনে বাংলাদেশ এখন স্বয়ংসম্পূর্ণ তাই এই শিল্পকে টিকিয়ে রাখতে হলে ভারত থেকে নিম্নমানের চা আমদানি বন্ধ করতে হবে।

সিলেটের বুরজান চা বাগানের ব্যবস্থাপক মো. কামরুজ্জামান জানান, আবহাওয়া অনুকূলে থাকাই চা উৎপাদন ও বৃদ্ধির সব চেয়ে বড় কারণ। এছাড়াও প্রতিটি বাগানেই খালি পড়ে থাকা জায়গাগুলো চাষের আওতায় আনা হয়েছে।

ফুলতলা চা বাগানের মহাব্যবস্থাপক আবদুস সবুর খান জানিয়েছেন, ভারতের নিম্নমানের চা যখন আমাদের দেশে আসে তখন আমাদের ভাল চা-টা ওই নিম্নমানের চায়ের সঙ্গে ব্লেন্ডিং কর হয়। আর তাতেই এদেশের চায়ের মানও নিম্নমুখী হচ্ছে। তাই যেকোনো মূল্যে চোরাচালান বন্ধ করতে হবে।

আনন্দবাজার/এম.কে

সংবাদটি শেয়ার করুন