ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

লাইট ক্রুড অয়েলের দাম কমাবে সৌদি আরব

নতুন বছরের ফেব্রুয়ারীতে লাইট ক্রুড পেট্রোলিয়ামের দাম কমাতে পারে সৌদি আরব। রক্ষণাবেক্ষণ ও সংস্কারের জন্য এ মৌসুমে এশিয়ার পরিশেোধন কারখানাগুলো বন্ধ থাকে। এ কারণেই বিশ্বের শীর্ষ  জ্বালানি তেল রফতানিকারক দেশটি এশিয়ার বাজার অভিমুখী এমন সিদ্ধান্ত নিতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

জ্বালানি তেলের বাণিজ্যসংশ্লিষ্ট ছয়জনের সাক্ষাৎকারের ভিত্তিতে বার্তা সংস্থা রয়টার্স জানায়, সংশ্লিষ্ট চারজনই মনে করেন ফেব্রুয়ারিতে সৌদি লাইট ক্রুড অয়েলের আনুষ্ঠানিক বিক্রয়মূল্য ব্যারেলপ্রতি ২০-৩০ সেন্ট কমতে পারে।

চলতি জানুয়ারির জন্য সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি সৌদি আরামকো আরব লাইট ক্রুড অয়েলের দাম ছয় বছরের মধ্যে সর্বোচ্চ বাড়িয়েছে। এ নিয়ে টানা চতুর্থ মাসের মতো এ মানের তেলের দাম বাড়ানো হলো।

আরামকোর দাম কমানোর প্রধান কারণ ফেব্রুয়ারিতে অপরিশোধিত জ্বালানি তেলের চাহিদা কমে যাওয়ায় দুবাই বেঞ্চমার্কে মধ্যপ্রাচ্য ক্রুডের মূল্য কাঠামোয় পরিবর্তন এসেছে। কারণ এ মাসে যেসব কার্গোয় জ্বালানি তেল লোড করা হবে, সেগুলো এশিয়ার বাজারে যখন পৌঁছাবে ততক্ষণে মার্চে রক্ষণাবেক্ষণের জন্য এ অঞ্চলের পরিশোধন কারখানাগুলো বন্ধ হয়ে যাবে।

সৌদি আরব তাদের অপরিশোধিত তেলের দাম প্রকাশ করে সাধারণত প্রতি মাসের ৫ তারিখে। এ মূল্য ইরান, কুয়েত এবং ইরাকের মূল্য নির্ধারণে প্রভাব রাখে। ফলে সৌদির মূল্য কাঠামোর কারণে এশিয়ার বাজার অভিমুখী দৈনিক ১ কোটি ২০ লাখ ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেলের দামের ওপর প্রভাব পড়ে।

আনন্দবাজার/ইউএসএস

সংবাদটি শেয়ার করুন