পুঁজিবাজার থেকে অর্থ উত্তোলনের অনুমোদন ও প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার লেনদেন ৩০ অক্টোবর থেকে শুরু হবে। বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
‘এন’ ক্যাটাগরিভুক্ত কোম্পানিটি ডিএসইর ট্রেডিং কোড হচ্ছে : “CLICL” এবং কোম্পানি কোড হচ্ছে : ২৫৭৫৫। চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের আইপিওতে আবেদনকারীদের বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাবে বরাদ্দ পাওয়া শেয়ার আজ প্রেরণ করা হয়েছে।
পূর্বে ২৫ সেপ্টেম্বর থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত কোম্পানিটির আইপিওতে আবেদন গ্রহণ করা হয়। কোম্পানিটি ১০ টাকা অভিহিত মূল্যে ১ কোটি ৫০ লাখ শেয়ার ছেড়ে পুঁজিবাজার থেকে ১৫ কোটি টাকা উত্তোলন করবে। উত্তোলিত অর্থ সরকারি ট্রেজারি বন্ড ও পুঁজিবাজারে বিনিয়োগ এবং ইস্যু ব্যবস্থাপনা খাতে ব্যয় করবে। কোম্পানিটিকে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) রুলস ২০১৫ এর রুলস ৩(২) (পি) থেকে অব্যাহতিপূর্বক অনুমোদন করা হয়েছে।
৩১ ডিসেম্বর ২০২১ সালের একচ্যুয়ারাল ভ্যালুয়েশন রিপোর্ট অনুযায়ী কোম্পানিটির লাইফ ফান্ড ৩৫ কোটি ২১ লাখ ৬৮ হাজার ৭২০ টাকা। মোট উদ্বৃত্ত ৪ কোটি ৬৯ লাখ ৪৫ হাজার টাকা এবং শেয়ারহোল্ডারদের লভ্যাংশ প্রদানের জন্য উদ্বৃত্ত রয়েছে ৪৫ লাখ টাকা।
গত ৬ জুলাই বিএসইসির ৮৩০তম সভায় কোম্পানিটির আইপিও অনুমোদন দেওয়া হয়েছে। কোম্পানির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত রয়েছে এএএ ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস লিমিটেড, ট্রাস্ট ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেড ও এবি ইনভেস্টমেন্ট লিমিটেড। পুঁজিবাজারে তালিকাভুক্তির আগে কোম্পানিটি কোন প্রকার লভ্যাংশ ঘোষণা, অনুমোদন বা বিতরণ করতে পারবে না।
আনন্দবাজার/কআ