রবিবার, ২২শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

ঢাবি আ্যালামনাইয়ের সঙ্গে চার হাসপাতালের চুক্তি

ঢাবি আ্যালামনাইয়ের সঙ্গে চার হাসপাতালের চুক্তি

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সঙ্গে দেশের ৪টি স্বনামধন্য হাসপালের সমঝোতা স্মারক  চুক্তি স্বাক্ষরিত হয়েছে। গতকাল শনিবার দুপুর বারোটায়  অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনসস্থ অ্যালামনাই ফ্লোরে এক অনুষ্ঠানের মাধ্যমে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশ আই হাসপাতাল, ইউনাইটেড হাসপাতাল, ল্যাব এইড ও শমরিতা হাসপাতাল লিমিটেডের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনে সভাপতি আনোয়ার-উল-আলম চৌধুরী (পারভেজ)। এছাড়া মহাসচিব মোল্লা মোহাম্মাদ আবু কাওছারসহ সংগঠনের কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ এবং আজীবন সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। চুক্তির আওতায় উল্লেখিত হাসপাতালগুলো হতে সেবা গ্রহণকারী অ্যালামনাই অ্যাসোসিয়েশনের জীবন সদস্যগণ, সদস্যদের স্ত্রী, সন্তান ও পিতা মাতা বিভিন্ন ক্ষেত্রে ডিসকাউন্ট পাবেন।

সভাপতির বক্তব্যে ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি বলেন, আমাদের সদস্যেদের চিকিৎসা সেবা কীভাবে সহনীয় পর্যায়ে নিয়ে যাওয়া যায় এ নিয়ে বেশ কিছুদিন থেকে ভেবে আসছিলাম। আমাদের অনেক বয়োজ্যেষ্ঠ সদস্য রয়েছে। তাদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করার লক্ষে আমাদের এই উদ্যোগটি বাস্তবায়ন করা খুবই গুরুত্বপূর্ণ ছিল। দেশের এই স্বনামধন্য হাসপাতালগুলো আমাদের প্রস্তাবনার ক্ষেত্রে ইতিবাচক ছাড়া দেওয়ায় আমি তাদেরকে আন্তরিক ধন্যবাদ। এই চুক্তি আমাদের সম্পর্ককে আরো সুদৃঢ় করবে এবং একটি নতুন মাইলফলক হয়ে থাকবে।

হাসপাতালগুলোর প্রতিনিধিগণও এই চুক্তি স্বাক্ষরিত হওয়ার গর্ববোধ করেন। তারা বলেন, দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাইদের এই স্বাস্থ্যসেবা দিতে পেরে আমরা আনন্দিত। এতে আমাদের হাসপাতালের সুনাম বৃদ্ধির পাশাপাশি দেশের মানুষের কল্যাণ ও স্বাস্থ্যসুরক্ষা নিশ্চিত হবে।

আরও পড়ুনঃ  ডিএসইতে লেনদেন বেড়েছে ৭.৯১ শতাংশ

সংবাদটি শেয়ার করুন