শনিবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

পতনে পুঁজিবাজার

পতনে পুঁজিবাজার
  • কমেছে সব ধরনের সূচক
  • লেনদেন সেরা বেক্সিমকো

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গতকাল সোমবার সব ধরনের সূচক পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন দুই স্টকের লেনদেন পরিমান কমেছে। ডিএসইর লেনদেন কমে ১৩শ কোটি টাকায় ঘরে নেমে এসেছে। সিএসইর লেনদেন কমে ২৮ কোটিতে নেমেছে। এদিন ডিএসইর বেশির ভাগ কোম্পানির শেয়ার দর অপরিবতিত রয়েছে। আর সিএসইর বেশির ভাগ দর বেড়েছে।

সরকারের নতুন সময় সূচির প্রথম কার্যদিবস গত ২৪ আগস্ট (বুধবার) পতন হয়েছিল। যা আগের টানা ছয় কার্যদিবস উত্থানের পর এই মন্দা। পতন পরের গত দুই কার্যদিবস (বৃহস্পতিবার ও রবিবার) ধরে উত্থানে রয়েছিল পুঁজিবাজার। ওই সময় লেনদেন দুই হাজার কোটি টাকা ছাড়িয়েছিলো। পরেরদিন সোমবার লেনদেনে ভাটা পড়ে। সেখান থেকে পরের দুই কার্যদিবস লেনদেন কিছুটা বাড়ে। এর পরেরদিন লেনদেন কমে। পরের কার্যদিবস লেনদেন বেড়ে ২৩শ কোটি টাকায় ওঠেছিল। কমে ফের লেনদেন ১৩শ কোটি টাকার ঘরে অবস্থান করেছিল। এরপর গত বুধবার লেনদেন বেড়ে ২২শ কোটি টাকার ঘরে ছিল। গত বৃহস্পতিবার লেনদেন ১৯শ কোটিতে নামে। লেনদেন কমে গত রবিবার ১৬শ কোটি টাকার ঘরে চলে এসেছিল। সেখান থেকে কমে গতকাল সোমবার লেনদেন ১৩শ কোটি টাকার ঘরে চলে এসেছে। এদিন সব ধরনের সূচক পতন হয়েছে।

গতকাল সোমবার ডিএসইতে লেনদেন হয়েছে ১ হাজার ৩৬০ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার। আগের কার্যদিবস রবিবার লেনদেন হয়েছিল ১ হাজার ৬৯১ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার। এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৯ দশমিক ৯৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬ হাজার ৫২৮ দশমিক ৩০ পয়েন্টে। এছাড়া এদিন ডিএসই-৩০ সূচক ১৬ দশমিক ৬৭ পয়েন্ট এবং ডিএসইএস সূচক ২ দশমিক ৬৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ২ হাজার ৩৫৬ দশমিক ৬২ পয়েন্ট এবং ১ হাজার ৪২৯ দশমিক ৪৫ পয়েন্টে।

আরও পড়ুনঃ  বদলে গেছে শিক্ষার পরিবেশ

গতকাল ডিএসইতে লেনদেন হওয়া ৩৭৮টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১২৪টি এবং কমেছে ১১৫টির। শেয়ার পরিবর্তন হয়নি ১৩৯টির। এদিন ডিএসইতে বেক্সিমকোর শেয়ার কেনাবেচায় কদর সবচেয়ে বেশি ছিল। ফলে লেনদেন শীর্ষে কোম্পানিটির শেয়ার স্থান পায়। এদিন বেক্সিমকো ১৯৭ কোটি ৬১ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেনের শীর্ষ অবস্থানে থাকা এদিন অন্য কোম্পানিগুলোর মধ্যে ওরিয়ন ফার্মা ১৫৪ কোটি ৩৩ লাক টাকা, বাংলাদেশ শিপিং কর্পোরেশন ৫৭ কোটি ২০ লাখ টাকা, জেএমআই হসপিটাল ৫২ কোটি ৫৩ লাখ টাকা, নাহি এ্যালুমিনিয়াম ৪৭ কোটি ৮৫ লাখ টাকা, লার্ফাজ-হোল্ডসিম ৪৬ কোটি ৫৯ লাখ টাকা, শাইনপুকুর সিরামিকস ২৯ কোটি ২৫ লাখ টাকা, ইস্টার্ন হাউজিং ২৮ কোটি ৯০ লাখ টাকা, আইএফআইসি ২৬ কোটি ৯১ লাখ টাকা এবং ওরিয়ন ইনফিউশন ২২ কোটি ৪ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।

অপরদিকে সিএসইতে গতকাল সোমবার লেনদেন হয়েছে ২৭ কোটি ৯২ লাখ টাকা শেয়ার। আগের কার্যদিবস রবিবার ৪১ কোটি ৪২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৯১টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১১০টি, কমেছে ৮১টি এবং পরিবর্তন হয়নি ১০০টির। এদিন সিএসইর প্রধান সূচক সিএএসপিআই ৬১ দশমিক ৪৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৯ হাজার ১৯৮ দশমিক ৬০ পয়েন্টে। এছাড়া সিএসই-৫০ সূচক ৯ দশমিক ৬৬ পয়েন্ট, সিএসই-৩০ সূচক ৪৭ দশমিক ৬৯ পয়েন্ট, সিএসসিএক্স সূচক ৩৭ দশমিক ৭৬ পয়েন্ট এবং সিএসআই সূচক ৬ দশমিক ২২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ৪০৫ দশমিক ৭৩ পয়েন্টে, ১৩ হাজার ৬২৯ দশমিক ৩২ পয়েন্ট, ১১ হাজার ৫০৮ দশমিক ২৪ পয়েন্টে এবং ১ হাজার ২৩৭ দশমিক ৯১ পয়েন্টে।

আরও পড়ুনঃ  স্থগিত বুন্দেসলিগা মাঠে ফিরছে ১৬ মে

এদিন সিএসইতে বেক্সিমকোর শেয়ার কেনাবেচায় কদর সবচেয়ে বেশি ছিল। ফলে লেনদেন শীর্ষে কোম্পানিটির শেয়ার স্থান পায়। এদিন বেক্সিমকো ৩ কোটি ৭১ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেনের শীর্ষ অবস্থানে থাকা এদিন অন্য কোম্পানিগুলোর মধ্যে ওরিয়ন ফার্মা ৩ কোটি ১৮ লাখ টাকা, স্কয়ার ফার্মা ১ কোটি ৮০ লাখ টাকা, জেএমআই হসপিটাল ১ কোটি ৭১ লাখ টাকা, লার্ফাজ-হোল্ডসিম ১ কোটি ১১ লাখ টাকা, বিট্রিশ আমেরিকান টোব্যাকো ১ কোটি ৮ লাখ টাকা, আইএফআইসি ৮৩ লাখ টাকা, শাইনপুকুর ৬৯ লাখ টাকা, শাহজিবাজার পাওয়ার ৬৫ লাখ টাকা এবং বাংলাদেশ শিপিং কর্পোরেশন ৫০ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।

সংবাদটি শেয়ার করুন