- লেনদেন সেরা ডিএসইতে বেক্সিমকো
- সিএসইতে ডেল্টা লাইফ
- দুই স্টকের প্রধান সূচক উত্থান
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গতকাল সোমবার প্রধান সূচক (ডিএসইএক্স ও সিএএসপিআই) উত্থান হয়েছে। কমেছে দুই স্টকের বেশির ভাগ কোম্পানির শেয়ার দর। এদিন ডিএসইর লেনদেন কমলেও ছাড়িয়েছে ১৭’শ কোটি টাকা।
সরকারের নতুন সময় সূচির প্রথম কার্যদিবস গত বুধবার পতন হয়েছিল। যা আগের টানা ছয় কার্যদিবস উত্থানের পর এই মন্দা। পতন পরের গত দুই কার্যদিবস (বৃহস্পতিবার ও রবিবার) ধরে উত্থানে রয়েছিলো পুঁজিবাজার। এসময় লেনদেন দুই হাজার কোটি টাকা ছাড়িয়েছিল। সেই লেনদেনে ভাটা পড়ে গতকালে। এদিন ডিএসইর সব ধরনের সূচক উত্থান থাকলেও সিএসইর দুই ধরনের সূচক পতন হয়েছে। সিএসইর বাকী তিন ধরনের সূচক সামান্য উত্থান ছিল।
স্টক এক্সচেঞ্জ সূত্রে জানা যায়, গত ৩১ জুলাই (রবিবার) পুঁজিবাজারে বড় উত্থান হয়েছিল। ওইদিন রবিবারের মতো পরেরদিন সোমবার পুঁজিবাজার উত্থান ছিল। এরপরের তিন কার্যদিবস (মঙ্গলবার থেকে বৃহস্পতিবার) উত্থান ধারা অব্যাহত ছিল। উত্থান কারনে স্বস্তিতে ছিলো বিনিয়োগকারীরা। সেই স্বস্তি পরের চার কার্যদিবসের মন্দায় পুঁজিবাজারের কাল হয়ে দাঁড়িয়েছিল। টানা পতনে ক্রেতার সংখ্যা বহুগুনে হারায়। এরপর গত ছয় কার্যদিবস উত্থানে ফিরে আসলো। উত্থানের পর গত বুধবার পতনে ফিরেছিল পুঁজিবাজার। ওই পতন পরের দুই কার্যদিবস উত্থানে ছিল পুঁজিবাজার। কিন্তু গতকালের সেই উত্থানের কিছুটা লাগাম পড়লো।
আরও জানা যায়, গতকাল সোমবার ডিএসইতে লেনদেন হয়েছে ১ হাজার ৭৪৪ কোটি ৮৭ লাখ টাকার শেয়ার। আগের কার্যদিবস রবিবার লেনদেন হয়েছিল ২ হাজার ১০৫ কোটি ১৪ লাখ টাকার শেয়ার। গতকাল ডিএসইতে লেনদেন হওয়া ৩৮২টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১২৩টি এবং কমেছে ১৮৮টির। শেয়ার পরিবর্তন হয়নি ৭১টির। এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৬ দশমিক ১৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৪০৭ দশমিক ৯৮ পয়েন্টে। এছাড়া ডিএসই-৩০ সূচক ৪ দশমিক ৩৪ পয়েন্ট এবং ডিএসইএস সূচক ২ দশমিক ৯৩ পয়েন্ট বেড়ে যথাক্রমে দাঁড়িয়েছে ২ হাজার ২৭৫ দশমিক ৩৫ পয়েন্ট এবং ১ হাজার ৩৯৩ দশমিক ৩৪ পয়েন্টে।
ডিএসইতে বেক্সিমকোর শেয়ার কেনাবেচায় কদর সবচেয়ে বেশি ছিল। ফলে লেনদেন শীর্ষে কোম্পানিটির শেয়ার স্থান পায়। এদিন ওরিয়ন ফার্মা ৮৪ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেনের শীর্ষ অবস্থানে থাকা এদিন অন্য কোম্পানিগুলোর মধ্যে বাংলাদেশ শিপিং কর্পোরেশন ৬৭ কোটি ২৯ লাখ টাকা, ফরচুন সুজ ৬৩ কোটি ৯৮ লাখ টাকা, ওরিয়ন ফার্মা ৫৬ কোটি ৬২ লাখ টাকা, আইপিডিসি ফাইন্যান্স ৫৩ কোটি ৪৬ লাখ টাকা, সোনালি পোপর ৪০ কোটি ৬১ লাখ টাকা, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স ৪০ কোটি ৯ লাখ টাকা, মালেক স্পিনিং ৩৮ কোটি ১২ লাখ টাকা, অলিম্পিক ৩৫ কোটি ২৪ লাখ টাকা এবং বিবিএস ৩১ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।
অপরদিকে, সিএসইতে গতকাল সোমবার লেনদেন হয়েছে ৪২ কোটি ২ লাখ টাকা শেয়ার। আগের কার্যদিবস রবিবার ৫৮ কোটি ২৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। এদিন সিএসইতে লেনদেন হওয়া ৩১০টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১১৪টি, কমেছে ১৩৫টি এবং পরিবর্তন হয়নি ৬১টির।
সিএসইর প্রধান সূচক সিএএসপিআই ৫ দশমিক ৬১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৮২৯ দশমিক শূন্য ২ পয়েন্টে। সিএসসিএক্স সূচক ৩ দশমিক ৪৫ পয়েন্ট এবং সিএসআই সূচক ১ দশমিক ৪০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১১ হাজার ২৮৫ দশমিক ১২ পয়েন্ট এবং ১ হাজার ১৯৮ দশমিক ৭৬ পয়েন্টে। এছাড়া সিএসই-৫০ সূচক ২ দশমিক ১৪ পয়েন্ট এবং সিএসই-৩০ সূচক ১০ দশমিক ৩৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ৩৬৪ দশমিক ৬৩ পয়েন্টে এবং ১৩ হাজার ৫৭৬ দশমিক ৪৫ পয়েন্টে।
সিএসইতে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার কেনাবেচায় কদর সবচেয়ে বেশি ছিল। ফলে লেনদেন শীর্ষে কোম্পানিটির শেয়ার স্থান পায়। এদিন ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স ১ কোটি ৮৯ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেনের শীর্ষ অবস্থানে থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে স্কয়ার ফার্মা ১ কোটি ৬৪ লাখ টাকা, বিডি ফুড ১ কোটি ২৯ লাখ টাকা, ওরিয়ন ফার্মা ১ কোটি ২৯ লাখ টাকা, আইএফআইসি ১ কোটি ২০ লাখ টাকা, ফু-ওয়াং ফুড ৯১ লাখ টাকা, জিএসপি ফাইন্যান্স ৮৬ লাখ টাকা, বিট্রিশ আমেরিকান টোব্যাকো ৮৩ লাখ টাকা, জেএমআই হসপিটাল ৭৭ লাখ টাকা এবং বেক্সিমকো ৭৫ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।
আনন্দবাজার/শহক