ডিএসইতে বছরের সর্বোচ্চ
লেনদেন
সব ধরনের সূচক উত্থান
সেরা ডিএসইতে ওরিয়ন ফার্মা
সিএসইতে ওয়ান ব্যাংক
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গতকাল রবিবার সব ধরনের সূচক উত্থান হয়েছে। বেড়েছে দুই স্টকের বেশির ভাগ কোম্পানির শেয়ার দর। এদিন ডিএসইর লেনদেন ২১ শত কোটি টাকা ছাড়িয়েছে। এ ধরনের লেনদেন বছরের সেরা হিসেবে বিবেচ্য হয়েছে। সরকারের নতুন সময় সূচির প্রথম কার্যদিবস গত বুধবার পতন হয়েছিল। যা আগের টানা ছয় কার্যদিবস উত্থানের পর এই মন্দা। পতনের পরের গত দুই কার্যদিবস (বৃহস্পতিবার ও রবিবার) উত্থানে রয়েছে পুঁজিবাজার।
স্টক এক্সচেঞ্জ সূত্রে জানা যায়, গত ৩১ জুলাই (রবিবার) পুঁজিবাজারে বড় উত্থান হয়েছিল। ওইদিন রবিবারের মতো পরেরদিন সোমবারে পুঁজিবাজার উত্থান ছিল। এরপরের তিন কার্যদিবস (মঙ্গলবার থেকে বৃহস্পতিবার) উত্থান ধারা অব্যাহত ছিল। উত্থান কারনে স্বস্তিতে ছিলো বিনিয়োগকারীরা। সেই স্বস্তি পরের চার কার্যদিবসের মন্দায় পুঁজিবাজারের কাল হয়ে দাঁড়িয়েছিল। টানা পতনে ক্রেতার সংখ্যা বহুগুনে হারায়। এরপর গত ছয় কার্যদিবস উত্থানে ফিরে আসলো। উত্থানের পর গত বুধবার পতনে ফিরেছিল পুঁজিবাজার। সেই পতন থেকে ফের গত দুই কার্যদিবস ধরে উত্থানে পুঁজিবাজার।
আরও জানা যায়, গতকাল রবিবার ডিএসইতে লেনদেন হয়েছে ২ হাজার ১০৫ কোটি ১৪ লাখ টাকার শেয়ার। আগের কার্যদিবস বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ১ হাজার ৭৭৭ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার। একদিনের ব্যবধানে লেনদেন বেড়েছে ৩২৭ কোটি ৬৯ লাখ টাকা। অবশ্য রবিবারের এই লেনদেন চলতি বছরের সর্বোচ্চ হিসেবে বিবেচ্য। অবশ্য রবিবারের লেনদেন ১০ মাস ২১ দিন বা ২১৬ কার্যদিবসের মধ্যে সর্বোচ্চ। এর আগে ২০২১ সালের ৭ অক্টোবর লেনদেন হয়েছিল ২ হাজার ৪৯৭ কোটি টাকা।
গতকাল ডিএসইতে লেনদেন হওয়া ৩৮২টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ২১৯টি এবং কমেছে ১০২টির। শেয়ার পরিবর্তন হয়নি ৬১টির। এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৪৬ দশমিক ৭৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৪০১ দশমিক ৮০ পয়েন্টে। এছাড়া ডিএসই-৩০ সূচক ৩ দশমিক ৬৫ পয়েন্ট এবং ডিএসইএস সূচক দশমিক ২০ পয়েন্ট বেড়ে যথাক্রমে দাঁড়িয়েছে ২ হাজার ২৭১ দশমিক শূন্য ১ পয়েন্ট এবং ১ হাজার ৩৯০ দশমিক ৪১ পয়েন্টে।
এদিন, ডিএসইতে ওরিয়ন ফার্মার শেয়ার কেনাবেচায় কদর সবচেয়ে বেশি ছিল। ফলে লেনদেন শীর্ষে কোম্পানিটির শেয়ার স্থান পায়। ওরিয়ন ফার্মা ১১৪ কোটি ৩ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেনের শীর্ষ অবস্থানে থাকা এদিন অন্য কোম্পানিগুলোর মধ্যে বেক্সিমকো ১০৫ কোটি ৪৭ লাখ টাকা, ফরচুন সুজ ৬৮ কোটি ১ লাখ টাকা, মালেক স্পিনিং ৬৪ কোটি ৬৭ লাখ টাকা, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স ৫২ কোটি ৯৮ লাখ টাকা, আইপিডিসি ফাইন্যান্স ৫২ কোটি ৯৪ লাখ টাকা, ইস্টার্ন হাউজিং ৫২ কোটি ৮৪ লাখ টাকা, ম্যাকসন স্পিনিং ৪২ কোটি ৫৩ লাখ টাকা, কপারটেক ৩৬ কোটি ৭৮ লাখ টাকা, বাংলাদেশ শিপিং কর্পোরেশন ৩৪ কোটি ৩৫ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।
অপরদিকে, সিএসইতে গতকাল রবিবার লেনদেন হয়েছে ৫৮ কোটি ২৭ লাখ টাকা শেয়ার। আগের কার্যদিবস বৃহস্পতিবার ৩৬ কোটি ২০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। এদিন সিএসইতে লেনদেন হওয়া ৩১৩টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১৯১টি, কমেছে ৬৬টি এবং পরিবর্তন হয়নি ৫৬টির।
এদিন সিএসইর প্রধান সূচক সিএএসপিআই ১৮০ দশমিক ৪৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৮২৩ দশমিক ৪১ পয়েন্টে। এছাড়া সিএসই-৫০ সূচক ৯ দশমিক ৯০ পয়েন্ট, সিএসই-৩০ সূচক ১৫৯ দশমিক ১১ পয়েন্ট, সিএসসিএক্স সূচক ১০৯ দশমিক ৪৯ পয়েন্ট এবং সিএসইআই সূচক ৬ দশমিক ৮৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ৩৬৬ দশমিক ৭৭ পয়েন্টে, ১৩ হাজার ৫৮৬ দশমিক ৮৩ পয়েন্টে, ১১ হাজার ২৮১ দশমিক ৬৬ পয়েন্ট এবং ১ হাজার ১৯৭ দশমিক ৩৬ পয়েন্টে।
এদিন সিএসইতে ওয়ান ব্যাংকের শেয়ার কেনাবেচায় কদর সবচেয়ে বেশি ছিল। ফলে লেনদেন শীর্ষে কোম্পানিটির শেয়ার স্থান পায়। এদিন ওয়ান ব্যাংক ১২ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেনের শীর্ষ অবস্থানে থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে ইউনিয়ন ব্যাংক ১ কোটি ৯৯ লাখ টাকা, বেক্সিমকো ১ কোটি ৮২ লাখ টাকা, ওরিয়ন ফার্মা ১ কোটি ৬২ লাখ টাকা, বিবিএস ১ কোটি ২৩ লাখ টাকা, আইএফআইসি ১ কোটি ১৬ লাখ টাকা, লঙ্কাবাংলা ফাইন্যান্স ১ কোটি ৮ লাখ টাকা, ম্যাকসন স্পিনিং ১ কোটি ৭ লাখ টাকা, বিট্রিশ আমেরিকান টোব্যাকো ১ কোটি ৪ লাখ টাকা এবং ফু-ওয়াং ফুড ১ কোটি ১ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।
আনন্দবাজার/শহক