ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

কমেছে স্বর্ণের দাম

আন্তর্জাতিক বাজারে দাম কমায় বাংলাদেশের বাজারেও স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। সমিতি জানিয়েছে, আগামীকাল বৃহস্পতিবার থেকে স্বর্ণের এই নতুন দাম কার্যকর হবে।

আজ বুধবার বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান এম এ হান্নান আজাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কমায় দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

সবচেয়ে ভালো মানের স্বর্ণের দাম ভরিতে ১১৬৬ টাকা কমে নেমে এসেছে ৭৮ হাজার ৩৮২ টাকায়। যা আগে ছিল ৭৯ হাজার ৫৪৮ টাকা।

এর আগে গত জুন মাসের ৭ তারিখে দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নেয় বাজুস। ওই সময় ভালো মানের স্বর্ণের দাম ভরিতে ২৯১৭ টাকা কমেছিল।

আনন্দবাজার/টি এস পি

সংবাদটি শেয়ার করুন