ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

অন্ধকার দূর হবে কবে

পুঁজিবাজারে লেনদেন
  • ডিএসইর ৬শ কোটিতে, সিএসইর ১৭ কোটি
  • শীর্ষে ডিএসইতে ইন্ট্রাকো, সিএসইতে রবি

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল রবিবার লেনদেন কমে ৬শ কোটি টাকার ঘরে অবস্থান করে। অপরদিক চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন কমে ১৭ কোটি ঘরে চলে এসেছে। উভয় স্টকের সূচক পতন হয়। এদিন দুই স্টকের বেশির ভাগ কোম্পানির শেয়ার ও ইউনিট দর কমেছে।

এদিন দুই স্টকের বেশির ভাগ কোম্পানির শেয়ার ও ইউনিট দর কমেছে। এর মধ্যে ডিএসইর ৫৭ দশমিক ৩৩ শতাংশ এবং সিএসইর ৪৮ দশমিক ৩৭ শতাংশ কোম্পানির শেয়ার ও ইউনিট দর কমেছে। অপরদিকে ডিএসইর ৩১ দশমিক ৪১ শতাংশ এবং সিএসইর ৩৬ দশমিক ৮২ শতাংশ কোম্পানির শেয়ার ও ইউনিট দর বেড়েছে।

এদিন ডিএসইতে ব্যাংক, সিরামিক, খাদ্য আনুষঙ্গিক, ওষুধ রসায়ন এবং পেপার খাতের অধিকাংশ কোম্পানির শেয়ার দর কমেছে। এদিন বস্ত্র, সিমেন্ট, ইঞ্জিনিয়ারিং, আইটি, পাট, বিবিধ, সেবা আবাসন এবং টেলিকম খাতের অধিকাংশ কোম্পানির শেয়ার দর বেড়েছে। এদিন নন ব্যাংকিং আর্থিক, জ্বালানি শক্তি, ফান্ড, বিমা, চামড়া এবং ভ্রমন অবসর খাতের কোম্পানির শেয়ার দর বাড়া-কমার ছন্দ ছিল। শেয়ার দর বৃদ্ধির চেয়ে হ্রাসের চিত্র বেশি ছিল অপর পুঁজিবাজার সিএসইতে। এদিন সিএসইর অধিকাংশ কোম্পানির শেয়ার দর কমেছে।

ডিএসইতে গতকাল রবিবার লেনদেন হয়েছে ৬৫৪ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার। গত বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ৯৩৭ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার। ডিএসইতে লেনদেন হওয়া ৩৮২টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১২০টির, কমেছে ২১৯টির এবং পরিবর্তন হয়নি ৪৩টির। এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৭ দশমিক ১৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬ হাজার ৩৫৯ দশমিক ৭৭ পয়েন্টে। এছাড়া ডিএসই-৩০ সূচক ৪ দশমিক ৩৭ পয়েন্ট এবং ডিএসইএস সূচক ২ দশমিক শূন্য ৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ২ হাজার ২৯১ দশমিক ২১ পয়েন্ট এবং ১ হাজার ৩৮৪ দশমিক ৭৪ পয়েন্টে।

অপর পুঁজিবাজার সিএসইতে এদিন (রবিবার) লেনদেন হয়েছে ১৭ কোটি ৪১ লাখ টাকা। গত বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ৩২ কোটি ২৮ লাখ টাকার শেয়ার। সিএসইতে লেনদেন হওয়া ২৭৭টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১০২টির, কমেছে ১৩৪টির এবং পরিবর্তন হয়নি ৪১টির।

সিএসইর প্রধান সূচক সিএএসপিআই ২৯ দশমিক ২০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৬৯৮ দশমিক ৩১ পয়েন্টে। এছাড়া সিএসই-৫০ সূচক ২ দশমিক ৫৬ পয়েন্ট, সিএসই-৩০ সূচক ৫২ দশমিক ১০ পয়েন্ট, সিএসসিএক্স সূচক ১৭ দশমিক ৭৩ পয়েন্ট এবং সিএসআই সূচক ২ দশমিক ৪৪ কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ৩৭২ দশমিক ৭০ পয়েন্টে, ১৩ হাজার ৫৮৬ দশমিক ২৪ পয়েন্টে, ১১ হাজার ২০৮ দশমিক ৯৮ পয়েন্টে এবং ১ হাজার ১৮০ দশমিক ৯৯ পয়েন্টে।

বিভিন্ন মহলের শত চেষ্টায় পুঁজিবাজার উত্থানে ফিরিয়ে আনা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছে পুঁজিবাজার সংশ্লিষ্টরা। সম্প্রতি আগারগাওয়ে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বিনিয়োগকারীদের উদ্দেশে বলেন, সবাই ধৈর্য ধরুন,পুঁজিবাজার ভালো হবে। শিবলী রুবাইয়াতের এমন আশ্বাসের ঠিক পরের কার্যদিবস সত্যিই ঘুরে দাঁড়ায় পুঁজিবাজার। সেই উত্থান পরে মন্দায় রূপে ফিরে এসেছে।

আসন্ন অর্থবছরের (২০২২-২৩) বাজেট পেশের পর তিন কার্যদিবস পুঁজিবাজার দরপতন হয়। ওই তিন কার্যদিবসে শেয়ার বিক্রির চাপ বাড়ে। এই পতন পর দুই কার্যদিবস উত্থান হয়। সেই উত্থান ধরে রাখতে পারলো না। ফিরে আসলো ফের পতনে। বর্তমানে ভাল মন্দ মিলেই চলছে পুঁজিবাজার লেনদেন।

এদিন ডিএসইতে ইন্ট্রাকো রিফুয়েলিংয়ের শেয়ার কেনাবেচায় কদর সবচেয়ে বেশি ছিল। ফলে লেনদেন শীর্ষে কোম্পানিটির শেয়ার স্থান পায়। এদিন ইন্ট্রাকো রিফুয়েলিং ৩৬ কোটি ২৭ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেনের শীর্ষ অবস্থানে থাকা এদিন অন্য কোম্পানিগুলোর মধ্যে সোনালি পেপার ৩৪ কোটি ৪২ লাখ টাকা, বেক্সিমকো ২৭ কোটি ৬৩ লাখ টাকা, আইএফডিসি ফাইন্যান্স ২০ কোটি ১০ লাখ টাকা, রবি ১৮ কোটি ৭৭ লাখ টাকা, ফু-ওয়াং ফুড ১৪ কোটি ৫৫ লাখ টাকা, শাইনপুকুর সিরামিক ১৩ কোটি ৬৮ লাখ টাকা, বাংলাদেশ সাবমেরিন কেবলস ১২ কোটি ২৪ লাখ টাকা, কপারটেক ১১ কোটি ৫১ লাখ টাকা এবং আমরা নেট ৯ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।

অপরদিকে সিএসইতে রবির শেয়ার কেনাবেচায় কদর সবচেয়ে বেশি ছিল। ফলে লেনদেন শীর্ষে কোম্পানিটির শেয়ার স্থান পায়। এদিন রবি ১ কোটি ৯৭ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেনের শীর্ষ অবস্থানে থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে মেঘনা ইন্স্যুরেন্স ১ কোটি ৫৩ লাখ টাকা, ইন্ট্রাকো রিফুয়েলিং ৬৬ লাখ টাকা, সাইফ পাওয়াটেক ৫৬ রাখ টাকা, প্রিমিয়ার সিমেন্ট ৫৩ লাখ টাকা, শাইনপুকুর ৫২ রাখ টাকা, ফু-ওয়াং ফুড ৩৬ লাখ টাকা, লার্ফাজ-হোল্ডসিম ৩৫ লাখ টাকা, বিডি থাই ৩১ লাখ টাকা এবং বাংলাদেশ সাবমেরিন কেবলস ৩০ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।

আনন্দবাজার/শহক

সংবাদটি শেয়ার করুন