ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

বেড়েছে মাছের দাম

রাজধানীর বাজারগুলোতে সবজির দামে কিছুটা স্বস্তি ফিরলেও বেড়েছে সকল প্রকার মাছের দাম। সপ্তাহের ব্যবধানে প্রকারভেদে প্রতিকেজি মাছের দাম ১০ থেকে ১০০ টাকা পর্যন্ত বেড়েছে। কিন্তু অপরিবর্তিত রয়েছে মাংস, ডিম, ডাল, চাল, চিনি ও ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন পণ্যের দাম।

বাজারে প্রতিকেজি ইলিশ (এক কেজি সাইজ) বিক্রি হচ্ছে এক হাজার ৫০ থেকে এক হাজার ১৫০ টাকা, ৮০০ থেকে ৯০০ গ্রাম ওজনের এককেজি ইলিশ ৯০০ থেকে এক হাজার ৫০ টাকা এবং ছোট ইলিশ প্রতিকেজি ৫০০ টাকায় বিক্রি হচ্ছে। নদীতে ইলিশ কম ধরা পড়ায় দাম বেশি হয়েছে বলে জানিয়েছেন মাছ বিক্রেতারা।

আজ শুক্রবার (২০ ডিসেম্বর) সকালে রাজধানীর টাউনহল বাজার, রায়ের বাজার, কৃষি মার্কেটসহ বিভিন্ন বাজার ঘুরে এ চিত্র দেখা গেছে।

টাউনহল বাজারের খুচরা মাছ বিক্রেতা মনির বলেন, বর্তমানে নদী থেকে ইলিশ গভীর সাগরে চলে যাচ্ছে। এতে জেলেদের জালে ইলিশ কম ধরা পড়ছে। ইলিশ কম ধরা পড়ায় বাজারেও কম আসছে। তাই দামও একটু বেশি।

বাজারগুলোতে প্রতিকেজি কাচকি বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৪০০ টাকায়, মলা ৩২০ থেকে ৪০০ টাকা, ছোট পুঁটি (তাজা) ৫০০ থেকে ৬০০ টাকা, শিং ৩৫০ থেকে ৭৫০ টাকা, পাবদা ৪৫০ থেকে ৫০০ টাকা, চিংড়ি (গলদা) ৫০০ থেকে ৬০০ টাকা, বাগদা ৫৫০ থেকে ৯০০ টাকা, দেশি চিংড়ি ৩৫০ থেকে ৫০০ টাকা, রুই (আকারভেদে) ২৮০ থেকে ৩৫০ টাকা, মৃগেল ২৫০ থেকে ৩০০ টাকা, পাঙাস ১৪০ থেকে ১৮০ টাকা, তেলাপিয়া ১৪০ থেকে ২০০ টাকা, কৈ মাছ ২০০ থেকে ২২০ টাকা, কাতল ২৮০ থেকে ৩০০ টাকা কেজি দরে বিক্রি হতে দেখা যায়।

এদিকে আগের দামেই বিক্রি হচ্ছে মাংস। বর্তমানে প্রতিকেজি গরুর মাংস বিক্রি হচ্ছে ৫৫০ টাকায়, খাসি ৭৮০ টাকা, ও বকরি ৭২০ টাকা। এছাড়া অপরিবর্তিত রয়েছে ডিম, ডাল, চাল, চিনি, ভোজ্যতেলসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম।

আনন্দবাজার/ইউএসএস

সংবাদটি শেয়ার করুন