ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

অস্ট্রেলিয়ায় ভয়াবহ দাবানল, ৭ দিনের জরুরি অবস্থা

অতীতের সব রেকর্ড ভেঙে অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্যে ছড়িয়ে পড়েছে ভয়াবহ দাবানল। পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কায় আজ বৃহস্পতিবার কর্তৃপক্ষ রাজ্যটিতে সাত দিনের জরুরি অবস্থা ঘোষণা করেছে। এ নিয়ে রাজ্যে দ্বিতীয়বারের মতো জরুরি অবস্থা জারি করা হলো।

বিবিসির খবরে বলা হয়েছে, গত কয়েক সপ্তাহ ধরে দাবানল থেকে শতাধিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এর মধ্যে সিডনিতে একটি বড় ধরনের অগ্নিকাণ্ড ঘটেছে। ফলে অস্ট্রেলিয়ার এই বৃহত্তম শহর বিষাক্ত কালো ধোঁয়ায় ছেয়ে গেছে।

এখানকার তাপমাত্রা ইতোমধ্যে ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে এবং পশ্চিমাঞ্চলে ৪৫ ডিগ্রি হতে পারে বলে আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে। এর সঙ্গে আবার যুক্ত হয়েছে দাবানল। তাই প্রবল হাওয়া পরিস্থিতি আরও খারাপ করেছে।

নিউ সাউথ ওয়েলসের মুখ্যমন্ত্রী গ্লাডিস বেরেজিকলিয়ান জানান, এ নিয়ে দ্বিতীয়বারের মতো জরুরি অবস্থা ঘোষণা করা হলো। এর আগে সেপ্টেম্বরের শুরুতে আবহাওয়া বিপর্যয়ের কারণে জরুরি অবস্থা ঘোষণা করা হয়।

ফায়ার সার্ভিসের কমিশনার শেন ফিটজসিমনস বলেন, ভয়াবহ অগ্নিকাণ্ড মোকাবিলায় সব সময়ের জন্য ১০০ কর্মীর পাঁচটি টিম নিয়োজিত রয়েছে। সামনের দিনগুলোতে পরিস্থিতি আরও অবনতি হতে হবে।

গত কয়েক মাসে ধরে দাবানলের জন্য অস্ট্রেলিয়ার বিভিন্ন স্থানের প্রায় ৩০ লাখ হেক্টর জমি আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত ছয়জনের মৃত্যু হয়েছে। এছাড়া আরও ক্ষতিগ্রস্ত হয়েছে ৮ শতাধিক ঘরবাড়ি।

 

আনন্দবাজার/এম.কে

সংবাদটি শেয়ার করুন