মুক্তির পর দর্শকদের কাছ থেকে ভালোই প্রশংসা পাচ্ছে আদর-বুবলী অভিনীত সিনেমা ‘তালাশ’। শুক্রবার সিনেমাটি মুক্তির দিনেই বৃষ্টি বাগড়া দেয়, সেই সঙ্গে সিলেট অঞ্চলে বন্যা হানা দেয়। তবে এরপরেও ঢাকাসহ অন্যান্য জেলা থেকে অপ্রত্যাশিত সাড়া পাচ্ছেন বলে জানিয়েছেন পরিচালক সৈকত নাসির।
প্রথম সিনেমা ‘দেশা দ্য লিডার’ বানিয়ে পরিচিতি পাওয়া এই নির্মাতা জানান, অপ্রত্যাশিত সাড়া পাচ্ছি। কোনো নেগেটিভ পাচ্ছি না। ফোন করে, ইনবক্সে মানুষ প্রশংসা করে বড় বড় ক্ষুদেবার্তা পাঠাচ্ছে। সবকিছু মিলিয়ে সাউন্ডস গুড। আনন্দের বিষয় হচ্ছে, তালাশ-এ কোনো নেগেটিভ ভাইব নেই। সবখানে কিছু কিছু নেগেটিভ দিক থাকলেও তালাশে নেই।
তিনি আরও বলেন, একটু দ্বিধায় ছিলাম, দর্শক গল্পটা ধরতে পারবে কিনা! কিন্তু দেখলাম দর্শক অনেক ম্যাচিউর। তারা গল্প বুঝতে পেরেছে। সিনেমাটি শেষ পর্যন্ত দেখছে দর্শক। অনেকেই শেষ দৃশ্য দেখে কান্না করে হল থেকে বের হচ্ছে। বন্যা কবলিত এরিয়া ছাড়া সব সিনেমা হল থেকে রিপোর্ট ভালো পাচ্ছি। কয়েকটি হল থেকে গতকাল জানিয়েছে, ঈদ পর্যন্ত চালাবে।
এখন পর্যন্ত ৫৩টি সিনেমা হলে মুক্তি পেয়েছে ‘তালাশ’। সিনেমাটিতে অভিনয় করেছেন আদর আজার, বুবলী, আসিফ খানসহ অনেকেই। অভিনেত্রী বুবলীর পাশাপাশি এ সিনেমার মাধ্যমে দর্শকদের নজর কেড়েছেন চ্যানেল আইয়ের ‘ইমামি ফেয়ার হ্যান্ডসাম’ প্রতিযোগিতা থেকে উঠে আসা আদর আজাদ। এটি তার মুক্তি প্রাপ্ত প্রথম সিনেমা। তবে শুরুতেই আদর রকস্টার চরিত্রের মাধ্যমে দুর্দান্ত অভিনয় করেন।
আদর জানান, সিনেমা জিনিসটা আমার কাছে পাগলামির মতো। এই পাগলামিটা আমি ভালোবেসে করছি। প্রথম সিনেমা দিয়েই দর্শক আমাকে যে উষ্ণ শুভেচ্ছা জানাচ্ছে এতে করে আমি বেশি করে আত্মবিশ্বাসী হচ্ছি। দর্শকদের প্রতিক্রিয়া জানার জন্য তাদের কাছে হলে হলে ছুটে বেড়াচ্ছি। তারা আমাকে যেভাবে মুগ্ধতা দেখাচ্ছেন তাতে ভালো কাজের জন্য কমিটমেন্ট বাড়ছে।
তিনি আরও বলেন, ভালো সিনেমা ও সিনেমার আর্টিস্টদের প্রতি মানুষের যে আগ্রহ সেটা বুঝতে ঢাকার বাইরে যেতে হবে। আমরা বগুড়া গিয়ে দেখলাম শত শত মানুষ আগ্রহ নিয়ে আমাদের দেখতে এসেছে। আমাদের সিনেমাটি দেখছে। এটাই আমাদের পরিশ্রমের স্বার্থকতা। দর্শকদের জন্য সিনেমাটি করা। তারা ভালোবেসে আমাদের গ্রহণ করেছে বিধায় শ্রম বিফলে যাইনি।
আনন্দবাজার/টি এস পি