ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

থামছে চীন-যুক্তরাষ্ট্রের বাণিজ্য যুদ্ধ

চীনে এবং যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন স্বাক্ষরিত প্রথম ধাপের বাণিজ্য চুক্তিকে টার্নিং পয়েন্ট উল্লেখ করা হয়। এর ফলে অর্থনৈতিক শক্তিশালী দু’দেশের বাজারে আস্থা ও স্থিতিশীলতা ফিরে আসবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

গত শুক্রবার স্বাক্ষরিত ওই চুক্তির প্রথমভাগে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র থেকে বিশ্ব বাণিজ্য সংস্থার নিয়ম মেনে কৃষি পণ্য আমদানি শুরু করবে চীন। এর মধ্যে আরও থাকবে সেবা খাতের নানা পণ্যসহ উন্নত মানের অন্যান্য পণ্য।

এরই ধারাবাহিকতায় চীন থেকেও আমদানি বাড়াবে মার্কিন যুক্তরাষ্ট্র। রোববার চীনের কাস্টমস বিভাগ জানায়, এরইমধ্যে তারা মার্কিনপণ্যে পূর্বনির্ধারিত অতিরিক্ত শুল্কায়ন থেকে সরে এসেছে।

আনন্দবাজার/এম.কে

সংবাদটি শেয়ার করুন