ইলন মাস্কের মহাকাশ সংস্থা স্পেসএক্সের স্টারলিংক বিশ্বব্যাপী স্যাটেলাইট ইন্টারনেট সেবা দিতে প্রস্তুত। ইতোমধ্যে ৩২টি দেশ স্টারলিংকের স্যাটেলাইট ব্রডব্যান্ড ইন্টারনেট সেবার আওতায় আসছে।
সম্প্রতি নিজেদের সেবার পরিধি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে স্টারলিংক। ইউরোপ এবং উত্তর আমেরিকার দেশগুলোর জন্য স্টারলিংকের স্যাটেলাইট ইন্টারনেট নিয়ে সুখবর থাকলেও এশিয়া মহাদেশের জন্য নেই। এর মানে আরও অপেক্ষা করতে হবে।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে টুইটারে একটি ম্যাপ শেয়ার করা হয়েছে, সেখানে দেখা যাচ্ছে যে, ইউরোপ এবং উত্তর আমেরিকার বেশিরভাগ দেশ এই সেবার আওতায় আসতে যাচ্ছে। দক্ষিণ আমেরিকা, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের ইন্টারনেট ব্যবহারকারীরা এখনই এই সেবা পাবেন।
ম্যাপে কামিং সুন চিহ্ন দিয়ে আফ্রিকা মহাদেশসহ বিশ্বের বাকি দেশগুলোকে চিহ্নিত করা হয়েছে। এ ব্যাপারে প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জ জানায়, ২০২৩ সাল নাগাদ এসব দেশে স্টারলিংকের ইন্টারনেট চালু হওয়ার সম্ভাবনা রয়েছে।
আনন্দবাজার/টি এস পি