ইউক্রেনের অন্যতম বৃহত্তম একটি তেল শোধনাগারে হামলা চালিয়ে সেটি ধ্বংস করে দিয়েছে রাশিয়া। এতে ইউক্রেনের মধ্যাঞ্চলে ক্রেমেনচুগ তেল শোধনাগারের সকল উৎপাদন বন্ধ হয়ে গেছে। শুক্রবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বিবিসি।
এছাড়া রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইউক্রেনের খারকিভ অঞ্চলের একটি বিমান ভূপাতিত করা হয়েছে।
তবে রাশিয়ার দাবির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা যায়নি।
যুক্তরাজ্যের গোয়েন্দারা জানান, সাম্প্রতিক দিনগুলোতে খারকিভ এলাকায় ইউক্রেন ক্রমাগত সাফল্য অর্জন করছে।
এদিকে, শুক্রবার তার দৈনিক অপারেশনাল নোটে ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ জানান, রাশিয়ান বাহিনী পূর্ব ইউক্রেনের একাধিক গ্রামে আক্রমণ চালিয়েছে। তারা সেখানে নিয়ন্ত্রণ বাড়ানোর চেষ্টা করেছে। তবে রুশ বাহিনী সফল হয়নি বলেও দাবি করেছে ইউক্রেন।
এছাড়া, রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রাশিয়ান বাহিনী অতিরিক্ত আর্টিলারি ইউনিটগুলো ইউক্রেনের উত্তর চেরনিহিভ অঞ্চলের নিকটবর্তী সীমান্ত এলাকায় স্থানান্তর করছে। যেখানে বৃহস্পতিবার একটি স্কুল এবং ছাত্রাবাসে হামলা চালায় রুশ বাহিনী।
আনন্দবাজার/টি এস পি