শুক্রবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ছাত্রীরা পেলো বাইসাইকেল

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ছাত্রীরা পেলো বাইসাইকেল

চুয়াডাঙ্গা সদর উপজেলার শরজগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ছাত্রীদের মাঝে বাইসাইকেল বিতরণ, অভিভাবক সমাবেশ, মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধ বিষয়ক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল মঙ্গলবার সকালে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক আমিনুল ইসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার ইসমাইল হোসেন। প্রধান অতিথি বিদ্যালয়ে প্রবেশ করেই বিদ্যালয় চত্বরে একটি শহীদ মিনার উদ্বোধন করেন। পরে বিদ্যালয় চত্বরে গাছের চারা রোপন শেষে বিদ্যালয় মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাজিয়া আফরিন, অতিরিক্ত পুলিশ (প্রশাসন) আবু তারেক, সদর উপজেলা নির্বাহী অফিসার শামীম ভুঁইয়া, জেলা শিক্ষা অফিসার আতাউর রহমান, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুন্সী আলমগীর হান্নান প্রমুখ। পরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ছাত্রীদের মাঝে বাইসাইকেল বিতরণ করেন বিভাগীয় কমিশনার।

আরও পড়ুনঃ  বন্ধ সরকারি পাটকলগুলোর শ্রমিকদের পাওনা পরিশোধ শুরু

সংবাদটি শেয়ার করুন