শনিবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

কুমিল্লায় রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী পালিত

কুমিল্লায় রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী পালিত

বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর এর ১৬১ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে কুমিল্লা জেলাপ্রশাসনের আয়োজনে ও জেলা শিল্পকলা একাডেমি কুমিল্লার ব্যবস্থাপনায় “হৃদয়ে রবীন্দ্রনাথ” ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করা হয় সকালে।

পরে দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শাহাদাৎ হোসেন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আফজাল হোসেন, গবেষক শান্তিরঞ্জন ভৌমিক, গবেষক ড. আলী হোসেন চৌধুরী, অধ্যক্ষ সফিকুর রহমান, প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল হাসানাত বাবুল, নাট্যজন শাহজাহান চৌধুরী, জেলা কালচারাল অফিসার সৈয়াদ মুহম্মদ আয়াজ মাবুদ, নজরুল ইন্সটিটিউট কুমিল্লা কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আল-আমীন, জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদের কুমিল্লা জেলা শাখার সভাপতি মল্লিকা বিশ্বাস, ঐতিহ্য কুমিল্লার পরিচলাক জাহাঙ্গীর আলম ইমরুলসহ অনেকেই।

আরও পড়ুনঃ  সূচকের সাথে কমেছে লেনদেন

সংবাদটি শেয়ার করুন