বর্তমানে সারাবিশ্বে কয়েক কোটি মানুষ ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ ব্যবহার করছেন। ব্যক্তিগত চ্যাটের পাশাপাশি অফিসের তথ্য আদান প্রদানের মতো গুরুত্বপূর্ণ কাজও করা হচ্ছে প্ল্যাটফর্মটিতে। এবং ছোট বড় সব ধরনের ব্যাবসায়িক প্রতিষ্ঠানও ব্যবহার করছেন হোয়াটসঅ্যাপ।
শুধু তথ্য আদান প্রদান নয়, ছবি, ভিডিওসহ নানা গুরুত্বপূর্ণ ফাইল শেয়ার করা হয় প্ল্যাটফর্মটিতে। তাই আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটির সুরক্ষা নিশ্চিত করা খুব প্রয়োজন। হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট সুরক্ষিত রাখতে কিছু পদ্ধতি অনুসরণ করতে পারেন।
হোয়াটসঅ্যাপে টু-স্টেপ ভেরিফিকেশন ফিচার অন রাখুন। সুরক্ষার অতিরিক্ত স্তর যুক্ত করার কারণে হ্যাকারদের হাত থেকে অ্যাকাউন্ট সুরক্ষিত রাখা সহজ হবে।
কম্পিউটার থেকে নিয়মিত হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট লগ আউট করুন। অনেকেই অফিসে হোয়াটসঅ্যাপ ওয়েব ব্যবহার করেন। অফিসে ভুলেও লগইন করে রাখবেন না। আপনার কাজ শেষ হলে লগআউট করুন। লগইন করে রাখলে পরে তা অন্য ব্যক্তি দেখে নিতে পারেন।
যদি আপনার ফোন হারিয়ে যায় তাহলে অন্য ডিভাইসে আপনার অ্যাকাউন্ট লগইন করুন। তারপর সেখান থেকে আগের ডিভাইসে লগইন করা অ্যাকাউন্টটি লগআউট করে দিন।
হোয়াটসঅ্যাপে একটি বিশেষ ফিচার রয়েছে যা ব্যবহার করলে শুধু আপনার কনট্যাক্টের সেভ থাকা নম্বর থেকে আপনার প্রোফাইল ছবি দেখা যাবে। তাই হোয়াটসঅ্যাপ ওপেন করে সেটিংসে যান। এরপর প্রাইভেসি ওপেন করে প্রোফাইল ফটো অপশন বেছে নিন। এরপর মাই কন্টাক্ট অপশন বেছে নিতে হবে।
যেকোনো লিঙ্ক ওপেন করা থেকে বিরত থাকুন। প্রায় সকল সোশ্যাল প্ল্যাটফর্ম থেকেই আপনার কাছে নিয়মিত অজানা লিঙ্ক আসতে থাকে। এসব অজানা লিঙ্কে কখনোই ক্লিক করবেন না। বেশিরভাগ সময় হ্যাকাররা আপনার ডিভাইসে ম্যালওয়্যার ঢোকাতে এই ধরনের লিঙ্কগুলো পাঠায়।
আনন্দবাজার/টি এস পি