ঢাকা | বুধবার
১৩ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২৮শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

গ্যাস জেনারেটরে স্থাপনে ৬ কোটি টাকা ব্যয় করবে কুইন সাউথ টেক্সটাইল

দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি কুইন সাউথ টেক্সটাইলের পরিচালনা পর্ষদ দুটি গ্যাস জেনারেটর স্থাপন করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। এর ফলে বছরে প্রতিষ্ঠানটির সাড়ে চার কোটি টাকা মুনাফা বাড়বে বলে আশা করা হচ্ছে।

কোম্পানিটির কর্তৃপক্ষের দেয়া তথ্যের ভিত্তিতে সোমবার (৯ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে বিনিয়োগকারীদের এ তথ্য জানানো হয়েছে।

কোম্পানিটি ১,৫০০ কিলোওয়াটের গ্যাস জেনারেটর কিনবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, দুইটি গ্যাস জেনারেটর কিনতে কোম্পানিটির ব্যয় হবে প্রায় ৮০ মিলিয়ন মার্কিন ডলার। যা বাংলাদেশি টাকায় ৬ কোটি ৮০ লাখ টাকা।

গ্যাস জেনারেটর স্থাপনের পর কোম্পানিটির ব্যয় কমবে মাসে প্রায় ৪৪ হাজার মার্কিন ডলার। যা বাংলাদেশি টাকায় ৩৭ লাখ টাকা।

আনন্দবাজার/ইউএসএস

সংবাদটি শেয়ার করুন