ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

সরকারি দামের চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে সয়াবিন তেল

নারায়ণগঞ্জের নিতাইগঞ্জের পাইকারি বাজারে সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে সয়াবিন তেল। লিটার প্রতি ৪-৫ টাকা বেশি নেয়া হচ্ছে। এতে সরকার সম্প্রতি সয়াবিন তেলের দাম কমালেও সেটির সুফল পাওয়া যাচ্ছে না।

বোতলজাত সয়াবিন তেল আগের নির্ধারিত দামের চেয়ে লিটারে ৮ টাকা কমিয়েছে সরকার। পাশাপাশি খোলা সয়াবিন তেলের দাম কমানো হয়েছে ৬ টাকা। দাম কমায় বোতলজাত এক লিটারের সয়াবিন তেলের দাম পড়বে ১৬০ টাকা।

তবে জেলার নিতাইগঞ্জের পাইকারি বাজারে সয়াবিন তেল বেচাকেনা হচ্ছে লিটারপ্রতি ১৬৫-১৬৮ টাকা। এবং খুচরা বাজারে সয়াবিন তেল বিক্রি হচ্ছে ১৭৫ টাকা দরে।

জানা যায়, আন্তর্জাতিক বাজারে দাম বেড়ে যাওয়া এবং ইউক্রেন যুদ্ধের দোহাই দিয়ে দাম বাড়ানো হচ্ছে। কৃত্রিম সংকট তৈরি করে বাজারে সয়াবিন তেলের সরবরাহ কমিয়ে দেয়ার অভিযোগও পাওয়া গেছে। এমন পরিস্থিতিতে সয়াবিনের বাজার স্থিতিশীল রাখতে সরকার তেলের আমদানি, বিপণন ও পরিশোধন পর্যায় থেকে ভ্যাটও কমায়।

ব্যবসায়ীরা অভিযোগ করছে, সরকারের এসব পদক্ষেপের সুফল পাওয়া যাচ্ছে না। কারণ মিল গেট থেকেই সরকারি দামের চেয়ে বেশিতে তাদের প্রতি লিটার তেল কিনতে হচ্ছে। যেমন খুশি তেমন দাম হাঁকছেন মিলমালিকরা। ফলে তারাও অতিরিক্ত দামে বিক্রি করছেন।

নিতাইগঞ্জের একজন তেল ব্যবসায়ী জানান, আন্তর্জাতিক বাজারে সয়াবিন তেলের দাম বাড়ায় প্রভাব পড়েছে দেশের বাজারে। মূল্য নিয়ন্ত্রণে সরকার সয়াবিনের ওপর ভ্যাট কমিয়েছে। তবে এর সুফল পাইকার বা ব্যবসায়ীরা ভোগ করতে পারছেন না। একমাত্র সুবিধা নিচ্ছেন মিলমালিকরা।

আনন্দবাজার/টি এস পি

সংবাদটি শেয়ার করুন