ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে

ফিলিপাইনে ৬.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। সোমবার স্থানীয় সময় ৫:০৫টায় দেশটির লুজন দ্বীপের বাটান প্রদেশের মোরং থেকে প্রায় ১১০ কিলোমিটার দূরে ভূমিকম্পটি আঘাত হানে। এতে রাজধানী ম্যানিলার ভবনগুলো কেঁপে ওঠে। কিন্তু এ ঘটনায় এখনো হতাহতের খবর পাওয়া যায়নি। এবং কোনো সুনামি সতর্কতাও জারি করা হয়নি।

জানা যায়, ভোর বেলা আতঙ্কে লোকজন বাড়িঘর ছেড়ে রাস্তায় নেমে পড়ে। গভীর কম্পনের চেয়ে অগভীর ভূমিকম্প বেশি ক্ষতি করে। কিন্তু ফিলিপাইন ইনস্টিটিউট অব ভলকানোলজি অ্যান্ড সিসমোলজি বলেছে যে ক্ষয়ক্ষতি প্রত্যাশিত ছিল না।

লুজনের দ্বীপ অক্সিডেন্টাল মিন্ডোরোর লুবাং শহরের ভারপ্রাপ্ত পুলিশ প্রধান লেফটেন্যান্ট অ্যারিস্টটল ক্যালায়াগ জানান, ভূমিকম্পটি শক্তিশালী ও আঘাত হানার সময় মনে হয়েছে শহরটি যেন নাচছে। স্থানীয়রা এ ধরনের ভূমিকম্পে অভ্যস্ত তাই তারা তাড়াহুড়ো করে ছুটোছুটি বা আতঙ্কিত হয় না।

মরং পুলিশ প্রধান ক্যাপ্টেন মিশেল গাজিওলা জানান, ভূমিকম্পটি একটু শক্তিশালী তবে এটি অল্প সময় স্থায়ী ছিল। আমরা ঠিক আছি এবং অধিকাংশ মানুষ এখনও ঘুমিয়ে আছে।

আনন্দবাজার/টি এস পি

সংবাদটি শেয়ার করুন