ঢাকা | শুক্রবার
১৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

নিত্যপণ্য যেন পাগলা ঘোড়া

নিত্যপণ্য যেন পাগলা ঘোড়া বাড়ছে তো বাড়ছেই  সব পণ্যের দাম। কমছে না কোন পণ্যের দাম। চাল থেকে শুরু করে সবজির দাম না কমায় ভোগান্তিতে পড়েছে রাজধানীর সাধারণ ক্রেতারা।

বৃহস্পতিবার  রাজধানীর সেগুনবাগিচা, নিউমার্কেট ও জিগাতলা কাঁচাবাজার ঘুরে দেখা যায় পেঁয়াজের বাজার অপরিবর্তিত থাকলেও কেজি প্রতি বিভিন্ন জাতের চালের দাম বেড়েছে ২ থেকে ৫ টাকা। বেড়েছে শীতের সবজির দাম।

চালের দোকানে কথা বলে জানা যায়, প্রতিকেজি পাইজাম চাল খুচরা বাজারে বিক্রি হচ্ছে ৩৫ টাকা যা গতদিনের তুলনায় আড়াই টাকা বাড়তি, মিনিকেট প্রতিকেজি ৫০ টাকা যা গত দিনের তুলনায় ৫ টাকা বাড়তি, উনত্রিশ চাল প্রতিকেজি ৩৮ টাকা দরে বিক্রি হচ্ছে যা গতদিনের তুলনায় বাড়তি ২ টাকা, নাজিরশাইল জাতের চাল বিক্রি হচ্ছে ৫৫ টাকা কেজি বাড়তি ২ টাকা এবং পোলার চাল কেজিতে ৫ টাকা বেড়ে বর্তমান দাম ১০০ টাকা কেজি। এছাড়াও বিক্রেতারা জানান চালের দাম সামনে আরও বাড়বে।

কাঁচাবাজারে সবজি গতদিনের তুলনায় কেজি ও পিস প্রতি ১০ থেকে ২০ টাকা বেশি দামে বিক্রি করতে দেখা গেছে। ছোট সাইজের মিষ্টি কুমড়া বিক্রি হচ্ছে প্রতি পিস ৪০-৫০ টাকা, লাউ ৫০-৬০, ফুলকপি ৪০-৫০, বাঁধাকপি ৪০ পিস, লতি ৫০-৬০ টাকা কেজি, নতুন আলু ৪০-৫০, মুলা ৩০-৪০, গাজর ৪০-৫০, করলা ৫০-৬০, ঢেড়স ৫০-৬০, শিম ৪০, পটল ৫০, কাঁচা মরিচ ৫০-৬০, পেপে ২৫-৩০, শসা ৬০, বেগুন ৪০-৫০, ঝিঙা ৭০-৮০, বরবটি-৭০-৮০, ধনিয়া পাতা ৮০, চিচিঙ্গা ৫০-৬০, পুরাতন আলু ২৫ টাকা। টমেটো বিক্রি হচ্ছে ৮০-১০০ টাকা কেজি দরে।

এদিকে শাকের দোকানে গিয়ে দেখা যায় প্রতি আঁটি মুলা শাক ১০, লাল শাক ১০ টাকা দরে বিক্রি হচ্ছে তবে পুঁই শাক ২০ টাকা, পাট শাক ১০-১৫ টাকা, লাউ শাক ৩০ টাকা দরে বিক্রি হচ্ছে।

নিউমার্কেটের সবজি বিক্রেতা মামুন বলেন, সপ্তাহের শুরুর দিনের চেয়ে আজকে সবজির দাম কেজি বা পিস প্রতি ১০-২০ টাকা বেড়েছে। তবে পেঁয়াজের দামটা আরও দুই মাস এমনই থাকবে বলে মনে করেন এই সবজি বিক্রেতা।

অন্যদিকে,পাতাসহ নতুন পেঁয়াজ বিক্রি হচ্ছে ১০০ টাকা কেজিতে, দেশি পেঁয়াজ ২৫০ টাকা, মিশরের পেঁয়াজ ১৪০, তুরস্কের পেঁয়াজ ১২০ টাকা এবং বার্মার পেঁয়াজ খুচরা বাজারে বিক্রি হচ্ছে ২২০ টাকা কেজি দরে। প্রতি কেজি চায়না রসুন ১৫০, দেশি ১৯০, এক দানা ২৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

মাছ বিক্রি হচ্ছে- রুই ২০০ টাকা কেজি, কাতলা ২০০, শোল মাছ ৬০০ টাকা, তেলাপিয়া ১২০ টাকা, পাবদা ৪০০ টাকা কেজি, ইলিশ ৮০০, শিং ৪০০ ও চিংড়ি ৫৫০ টাকা কেজিতে। মাংস বিক্রি হচ্ছে- গরু ৫৫০, খাসি ৮০০ আর বকরির মাংস ৭৫০ টাকা কেজি। ব্রয়লার মুরগি ১২০, লেয়ার ২০০, দেশি ৪২০, পাকিস্তানি ২৪০। ডিম ৩২ টাকা হালি দরে বিক্রি হচ্ছে খুচরা বাজারে।

নিউমার্কেটে বাজার করতে আসা সরকারি কর্মকর্তা আবু হায়দার বলেন, যেভাবে নিত্যপণ্যের দাম বাড়ছে সেভাবে তো আমাদের বেতন ভাতা বাড়ছে না। যা বাড়ছে তা তো বাজারের বাড়তি দাম মেটাতেই চলে যায়। তাহলে বেতন বাড়িয়ে লাভটা কি? যতদ্রুত সম্ভব সাধারণ জনগণের কথা চিন্তা করে দ্রব্যমূল্যের দাম

ক্রয়ক্ষমতার মধ্যে নিয়ে আসা উচিত। সরকারের বাজার সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়ে এই কর্মকর্তা বলেন দ্রুত নিত্যপণ্যের বাজারে লাগাম টানতে না পারলে সাধারণ মানুষের ভোগান্তি আরও বাড়বে।

আনন্দবাজার/এম.কে

সংবাদটি শেয়ার করুন