মঙ্গলবার, ১৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

দুবাই যাচ্ছে জেএমআইয়ের সাড়ে ৪ কোটি সিরিঞ্জ

যুক্তরাষ্ট্র, ইন্দোনেশিয়া, পাকিস্তান, নেপালের পর এবার দুবাই যাচ্ছে জেএমআইয়ের সিরিঞ্জ। চলতি বছরে জুলাই থেকে সেপ্টেম্বর- তিন মাসে রপ্তানি হবে মোট সাড়ে চার কোটি পিস অটো ডিজেবল (এডি) সিরিঞ্জ।

জাতিসংঘের শিশু উন্নয়ন তহবিলের কাছ থেকে (ইউনিসেফ) এ নিয়ে ক্রয়াদেশ হাতে পেয়েছ জেএমআই সিরিঞ্জেস অ্যান্ড মেডিক্যাল ডিভাইসেস লিমিটেড (জেএসএমডিএল)। ২০২৩ সালের জুন পর্যন্ত সিরিঞ্জ সরবরাহ করতে জেএমআইকে চাহিদাপত্রও দিয়েছে ইউনিসেফ।

করোনার টিকা দেওয়ার জন্য ব্যবহৃত অটো ডিজেবল (এডি) সিরিঞ্জ এক ধরনের বিশেষায়িত পণ্য, যা বিশ্ব স্বাস্থ্য সংস্থার পিকিউএস সনদ নিয়ে বিশ্বের অল্প সংখ্যক প্রতিষ্ঠান উৎপাদন করে থাকে। করোনা মহামারির কারণে বিশ্বব্যাপী এ পণ্যটির সরবরাহ সংকট চলছে। দেশের একমাত্র এডি সিরিঞ্জ তৈরিকারক প্রতিষ্ঠান জেএমআই সিরিঞ্জেস অ্যান্ড মেডিক্যাল ডিভাইসেস লিমিটেড।

জেএসএমডিএলের কর্মকর্তারা জানান, দেশের চাহিদা মিটিয়ে দীর্ঘদিন ধরে বিদেশে সিরিঞ্জ রপ্তানি করছেন তাঁরা। এ বছর বিশ্ববাজারে আরও শক্ত অবস্থান দখল করে নিতে চায় প্রতিষ্ঠানটি। যেহেতু করোনার সংক্রমণের ফলে টিকাদানে ব্যবহৃত বিশেষ ধরণের অটো-ডিজেবল সিরিঞ্জ (০.৫এমএল)-এর চাহিদা বেড়ে গেছে। তাই এ ধরণের সিরিঞ্জের উৎপাদন ক্ষমতা বাড়ানোয় প্রায় সোয়া পাঁচ কোটি টাকার নতুন বিনিয়োগ করেছে প্রতিষ্ঠানটি। ফলে ০.৫এমএল অটো ডিজেবল সিরিঞ্জের উৎপাদন ক্ষমতা প্রায় ৩৩ শতাংশ বেড়ে যাচ্ছে।

২০১২ সাল থেকে জেএমআই সিরিঞ্জেস অ্যান্ড মেডিক্যাল ডিভাইসেসের রয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সনদ। যার মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশে পণ্য রপ্তানি করতে পারে প্রতিষ্ঠানটি। গত জুনে বৈশ্বিক গবেষণা প্রতিষ্ঠান মার্কেটস অ্যান্ড রিসার্চ ডট বিজ প্রকাশিত গবেষণায় ২০২০ সালের গ্লোবাল অটো ডিজেবল (এডি) সিরিঞ্জ ইনজেক্টর মার্কেট-এ আধিপত্যকারী প্রতিষ্ঠানের তালিকায় নাম ওঠে আসে জেএমআই সিরিঞ্জেস অ্যান্ড মেডিকেল ডিভাইসেস লিমিটেড-এর। এছাড়াও চলতি বছরের মার্চে নিউ ইয়র্ক রির্পোটসের এক প্রতিবেদনেও গ্লোবাল মার্কেট লিডারদের তালিকায় শীর্ষ অবস্থান অর্জন করে প্রতিষ্ঠানটির উৎপাদিত এডি সিরিঞ্জ।

আরও পড়ুনঃ  মুদ্রার একক আধিপত্যে বাণিজ্যিক লেনদেন ঝুঁকিপূর্ণ

আনন্দবাজার/টি এস পি

Print Friendly, PDF & Email

সংবাদটি শেয়ার করুন