ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

ইউক্রেনের আরও একটি শহর দখল করেছে রাশিয়া

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় আজ শনিবার সাংবাদিকদের জানিয়েছে, কোনো প্রতিরোধ ছাড়াই ইউক্রেনের মেলিটপোল শহর দখলে নিয়েছে রাশিয়ার সেনারা।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ইউক্রেনের আজভস্কয়ের জনবহুল এলাকার কাছে নামার পর স্থানীয় সময় ২৫ ফেব্রুয়ারি সন্ধ্যায় রাশিয়ার সেনাদের একটি দল কোনো প্রতিরোধ ছাড়া মেলিটপোলে ঢোকে। শহরে টহলরত রুশ সেনাদের স্বাগত জানাচ্ছে বাসিন্দারা। প্রাপ্তবয়স্ক অনেকে লাল পতাকা নিয়ে রাস্তায় নামেন।

রাশিয়ার সংবাদমাধ্যম ইন্টারফ্যাক্স এবং স্পুতনিকের বরাত দিয়ে বিবিসি জানায়, রাশিয়ার সেনারা ইউক্রেনের দক্ষিণের জাপোরিঝঝায় অঞ্চলের মেলিটপোল শহর দখল করেছে। মেলিটপোল দেশটির একটি মাঝারি আকারের শহর। ইউক্রেনের প্রধান বন্দরগুলোর একটি মারিওপোলের কাছেই মেলিটপোলের অবস্থান।

গত বৃহস্পতিবার সকালে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরুর ঘোষণা দেন। এর কয়েক ঘণ্টার মধ্যেই সীমান্ত পেরিয়ে ইউক্রেনে ঢোকে রাশিয়ান সেনারা। তারপর দুই পক্ষের মধ্যে লড়াই শুরু হয়। এরপর আজ শনিবার সকালে ইউক্রেনের রাজধানী কিয়েভে ঢুকে পড়েছে রাশিয়ার সেনারা।

লড়াই শুরু হয়েছে কিয়েভের রাস্তায় রাস্তায়। আজ শনিবার ভোর থেকে কিয়েভে একাধিক বিস্ফোরণ এবং উভয় পক্ষের সেনাদের মধ্যে সংঘর্ষ চলছে। শহরটির বিভিন্ন এলাকায় অর্ধশতাধিক বিস্ফোরণ এবং ব্যাপক গোলাগুলির কথা জানা যাচ্ছে। এছাড়া ক্ষেপণাস্ত্র হামলাও হয়েছে। কিয়েভের বাসিন্দাদের ঘরের ভেতরে থাকতে নির্দেশ দেয়া হয়েছে।

ইউক্রেনের সেনাবাহিনীর দাবি, কিয়েভের একটি সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছিল রাশিয়ার সেনাবাহিনী। তারা ওই হামলা প্রতিহত করেছে। রাশিয়া সামরিক অভিযান শুরুর পর সাড়ে তিন হাজার রুশ সেনাকে হত্যার দাবি করেছে ইউক্রেনের সামরিক বাহিনী।

আনন্দবাজার/টি এস পি

সংবাদটি শেয়ার করুন