ঢাকা | বৃহস্পতিবার
১লা মে, ২০২৫ খ্রিস্টাব্দ,
১৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

ফেনীর প্রান্তিক চাষিদের ১৯ লাখ টাকা প্রণোদনা

ফেনী জেলার প্রান্তিক কৃষকদেরকে সরিষা ও চীনা বাদাম চাষের জন্য উৎসাহিত করতে ১৯ লাখ ১৯ হাজার টাকা কৃষি প্রণোদনা দিবে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। আগামীকাল বুধবার (৪ ডিসেম্বর) থেকে এই প্রণোদনা দেওয়ার কর্মসূচি শুরু হবে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. জয়েন উদ্দিন বলেন, রবি মৌসুমকে সামনে রেখে ফেনী জেলার ২ হাজার সরিষা ও ২শ’ বাদাম চাষিকে ১৯ লাখ ১৯ হাজার টাকা প্রণোদনা দেওয়া হবে।

তিনি আরও জানান, সরিষা চাষরে জন্য প্রতি কৃষককে ৮০২ টাকা মূল্যের উচ্চ ফলনশীল ১ কেজি বীজ, ২০ কেজি ডিএমপি সার ও ১০ কেজি এমওপি সার এবং বাদাম চাষের জন্য প্রতি কৃষককে ১ হাজার ৫৭৫ টাকা মূল্যের ১০ কেজি বীজ, ১০ কেজি ডিএমপি সার ও ৫ কেজি এমওপি সার প্রণোদনা হিসেবে দেওয়া হবে।

জয়েন উদ্দিন বলেন, সরিষা চাষের জন্য ফেনী সদর থেকে ৬০০, ছাগলনাইয়ায় ২৫০, ফুলগাজী ২০০ জন, পরশুরামে ২৫০ জন, দাগনভূঞায় ২০০ জন ও সোনাগাজীতে ৫০০ জন কৃষক এবং বাদাম চাষে জন্য ফেনী সদর থেকে ৫০ জন, ছাগলনাইয়ায় ২০ জন, ফুলগাজীতে ১০ জন, পরশুরামে ১০ জন, দাগনভূঞায় ৩০ জন ও সোনাগাজীতে ৮০ জন কৃষকে এই প্রণোদনা হবে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে, আমন ধানের পরেই সরিষা ও বাদাম চাষের জন্য উপযুক্ত সময়। ইতোমধ্যে জেলার অর্ধেক ধান কাটা হয়েছে। ফেনী জেলার বিভিন্ন অঞ্চলে ২ হাজার ২০০ বিঘা জমিতে সরিষা ও বাদাম চাষ করা হয়। তবে বাদামের চেয়ে সরিষার আবাদ এ জেলায় বেশি হয়।

 

আনন্দবাজার /এম.কে

সংবাদটি শেয়ার করুন