শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

১০ মুক্তিযোদ্ধা পাচ্ছেন ‘বীর নিবাস’

১০ মুক্তিযোদ্ধা পাচ্ছেন ‘বীর নিবাস’

নীলফামারীর ডিমলা উপজেলায় অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া উপহার ‘বীর নিবাস’ নির্মাণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে উপজেলার  সদর ইউনিয়নের পুরান থানা গ্রামে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বেলায়েত হোসেনের সভাপতিত্বে নীলফামারীর-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দিন সরকার এর উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন ডিমলা উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম, ভাইস চেয়ারম্যান বাবু নীরেন্দ্র নাথ রায়, উপজেলা প্রকৌশলী শফিউল ইসলামসহ আরও অনেকে। উপজেলা নির্বাহী কর্মকর্তা বেলায়েত হোসেন জানান, এ পর্যায়ে উপজেলার বিভিন্ন ইউনিয়নে ১০ বীর নিবাস নির্মাণ করা হবে। প্রতিটি নিবাসের মূল্য ব্যয় ধরা হয়েছে ১৩ লাখ ৪৫ হাজার।

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  কুমিল্লার মুরাদনগরের টুপি যাচ্ছে মাধ্যপ্রাচ্যের ৭টি দেশে

সংবাদটি শেয়ার করুন