ঢাকা | শুক্রবার
১৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ,
৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

ফসল খেয়ে সর্বনাশ করছে কাঠবিড়ালি

ফসল খেয়ে সর্বনাশ করছে কাঠবিড়ালি

কাঠবিড়ালি! কাঠবিড়ালি! পেয়ারা তুমি খাও? গুড়-মুড়ি খাও? দুধ-ভাত খাও? কবিতাটি লিখেছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। এ কবিতায় উল্লেখিত কাঠবিড়ালিরা এখন শুধু এগুলোই খায় না, খেয়ে যাচ্ছে হাজারো কৃষকের স্বপ্নের ফসল। দিনের আলো রাতের অন্ধকার কোনো কিছুতেই থেমে নেই তাদের ধ্বংসলীলা। 

মাথার ঘাম পায়ে পেলে একবুক স্বপ্ন নিয়ে নিজেদের আর্থিকভাবে স্বচ্ছল করতে, ফলজ গাছগাছালির পরিচর্যা করেন গ্রামীণ কৃষকসহ সাধারণ মানুষ। অথচ, কাঠবিড়ালি আম, কাঠাল, পেয়ারা, নারিকেলসহ সবধরনের ফসল খেয়ে নষ্ট করেই চলছে।

পূর্বে মানুষ যখন পথদিয়ে হেঁটে যেতো তখন কাঠবিড়ালির ভয় পেয়ে পালিয়ে যেতো কিন্তু এখন বিষয়টি সম্পূর্ণ ভিন্ন। কোনো ভাবেই এদের প্রতিরোধ করা যাচ্ছেনা। যার ফলে কৃষকদের নিরব কান্না করা ছাড়া কোনো উপায় নেই। 

লালমাই উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আরিফুর রহমান বলেন, কাঠবিড়ালি বেপরোয়া হয়ে উঠেছে। তবে এর প্রতিকারের বিষয়টি অজানা।

সংবাদটি শেয়ার করুন