ঢাকা | বৃহস্পতিবার
১২ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২৭শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

ট্রাকচাপায় ইজিবাইকের দুই যাত্রী নিহত

ট্রাকচাপায় ইজিবাইকের দুই যাত্রী নিহত

সিরাজগঞ্জের রায়গঞ্জে ট্রাকচাপায় ব্যাটারিচালিত ইজিবাইকের দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিন ইজিবাইক যাত্রী।

গত বুধবার সকালে সিরাজগঞ্জ-রায়গঞ্জ আঞ্চলিক সড়কের হাসিল নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজনের পরিচয় জানা গেছে। তিনি হলেন ছোনগাছা ইউনিয়নের নওদা ফুলকোচা গ্রামের মানিক হালদার (৬০)।

রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, সকালে কয়েকজন মাছ ব্যবসায়ি একটি ইজিবাইকে করে সিরাজগঞ্জের দিকে যাচ্ছিলেন। তারা হাসিল নামক এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক ইজিবাইটিকে চাপা দেয়।

এতে ঘটনাস্থলে দুই যাত্রী নিহত হন। আহত হয়েছেন আরও তিনজন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে দুর্ঘটনাকবলিত ট্রাক ও ইজিবাইক জব্দ করা হয়েছে। তবে ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছে।

আনন্দবাজার/শহক

সংবাদটি শেয়ার করুন